ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
ই-পেপার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মহেশখালীতে অপহরণের ৮ ঘণ্টা পর টমটম চালক উদ্ধার
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা:
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ২:০৩ পিএম  (ভিজিটর : ৪৬)
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজার এলাকার বাসিন্দা, মৃত আবুল খাইরের পুত্র ফারুক (৩২) পেশায় একজন টমটম চালক।
১৮ এপ্রিল (শুক্রবার) রাত আনুমানিক ৮টার দিকে ফারুক তার টমটমসহ নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা তাকে অপহরণ করে নিয়ে যায়।

রাত ১১টার দিকে ফারুকের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে তার এক আত্মীয় লালুর নম্বরে ফোন করে অপহরণকারীরা। তারা ফারুকের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে এবং হুমকি দেয়— নির্ধারিত ৩০ মিনিটের মধ্যে টাকা না দিলে তাকে হত্যা করা হবে।

অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মহেশখালী থানাকে অবগত করেন ফারুকের পরিবার। থানার পরামর্শে অপহরণকারীদের সাথে সংলাপ চালিয়ে যাওয়ার পাশাপাশি প্রশাসনের সহায়তা কামনা করা হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় রাতেই যৌথ বাহিনীর সমন্বয়ে শুরু হয় উদ্ধার অভিযান। অভিযানে অংশ নেয় নৌ-বাহিনী, পুলিশ ও আনসার বাহিনী। রাতভর টানা অভিযান চালানোর পর অবশেষে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে মাতারবাড়ী পুরাতন সড়কের দ্বারাখাল ব্রিজের পাশ থেকে ফারুককে জীবিত উদ্ধার করা হয়।

এই ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

অপহরণকারীদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে মহেশখালী থানা পুলিশ।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]