ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
ই-পেপার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




লাখাই উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এম্বুলেন্স আছে নেই কোন কার্যক্রম
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
প্রকাশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ১:৫৭ পিএম  (ভিজিটর : ১০২)
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারী এম্বুলেন্স আছে নেই কোন কার্যক্রম ফলে দেখা দিয়েছে নানা সমস্যা। খোঁজ নিয়ে জানা যায় গত দেড় দুই মাস ধরে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের সরকারী এম্বুলেন্স তেলের অভাবে যাবতীয় কার্যক্রম বন্ধু করে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  

এতে করে দেখা দিয়েছে উপজেলা জোরে সেবা নিতে আসা রোগীদের মাঝে নানা ক্ষোভ। এতে করে দেখা দিয়েছে সারা উপজেলা জোরে নানা প্রশ্ন ও ক্ষোভ। প্রতিনিয়ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে হরহামেশা সেবা গ্রহীতাদের সাথে লেগেই আছে বাকবিতন্ডা। যে কোন সময় দূর্ঘটনাটা ঘটে যেতে সেবা নিতে আসা রোগীদের সাথে। 

সেবা নিতে আসা রোগীদের সাথে আলাপ কালে তারা বলেন আমরা আমাদের রোগীদের জরুরী বিভাগে নিয়ে আসলে রোগীর অবস্থা বুঝে তাৎক্ষণিক কর্তব্যরত ডাক্তার হবিগঞ্জ জেলা সদরে রেপার করলে সময় মতো সরকারী এম্বুলেন্স থাকা সত্বেও এম্বুলেন্স সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এম্বুলেন্স দিচ্ছে না। ফলে অতিরিক্ত টাকা খরচ করে জেলা সদরে আসতে হচ্ছে। ফলে আমাদের রোগীরা জীবনের  ঝুঁকি নিয়ে ও অতিরিক্ত টাকা খরচ করে জেলা সদরে যেতে হয়। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা.কাজী শামসুল আরেফীনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন সরকারী ভাবে এমনিতেই তেলের বরাদ্দ কম তদুপরি সরাকারী গাড়ীর তেল বাকীতক তেলের পাম্প থেকে তেল নিয়ে মাস শেষে তেলের বরাদ্দ আসলেই তেলের বিল পরিশোধ করে আসছি কিন্তু ইদানীং হাই তেলের পাম্পের মালিক পরিবর্তন হওয়ায় এবং তেল বাকিতে না দেয়ায় আপাতত আমার হাসপাতালের এম্বুলেন্স বন্ধ রাখতে হচ্ছে। 

 এসব বিষয়ে আমার জেলা সিভিল সার্জন, জেলা প্রশাসক  উপজেলা প্রশাসন সহ সকলকে এ বিষয়টি অবহিত করেছি। 

এ বিষয়ে জেলা সিভিল সার্জন রনদীপের সাথে যোগাযোগ করলে তিনি ভোরের ডাক জানান, এ বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের আলাপ আলোচনা করেছি অচিরেই এর একটা সমাধান হয়ে গেলেই পূনরায় লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারী এম্বুলেন্সটি চালু করতে পারব বলে আমি আশাবাদী। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]