প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৩:৫৬ পিএম (ভিজিটর : ১৭০)
খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকায় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে অনুষ্ঠিত শালিসি বৈঠকে অতর্কৃত হামলায় আবুল কালাম (৫০) নামে এক ব্যক্তি নিহত সহ আহত হয়েছে আরো ৮ জন।
জানা যায়, বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় রামগড় পৌরসভার ৬নং তৈচালাপাড়া ওয়ার্ডে জনৈক মর্তুজা আলীর জমিতে একই এলাকার সাদ্দাম নামক আরেক ব্যক্তির গরু ঘাস খাওয়াকে কেন্দ্র করে সামাজিক বিচার চলাকালীন সময়ে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের থেকে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের প্রথমে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসা শেষে ৩ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ১ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ভোরে মোঃ আবুল কালাম (৫০) মারা যায়।
আহতরা হলেন, শাহিন আলম (৪১), সাদ্দাম হোসেন (৩৪), সাহাদাত হোসেন (২৮), সাফায়েত হোসেন (২৫), শারমিন আক্তার সুমি (২২) প্রত্যেকের পিতা সিরাজ মিয়া ও অপর প্রতিবেশি সাহাব উদ্দিন (৪০) পিতা সিরাজ মিয়া তারা পৌরসভা তৈছালাপাড়ার বাসিন্ধা।
নিহতের ছেলে মো: জিদান বলেন, তারা পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে তার নিরাপরাধ বাবাকে হত্যা করেছে। এ ঘটনায় তিনি থানায় একটি হত্যা মামলা করেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ চট্টগ্রাম থেকে এনে পুলিশ হেফাজতে ময়না তদন্তে খাগড়াছড়ি পাঠানো হয়েছে। নিহতের ছেলে বাদী হয়ে মামলা করেছেন। আসামীদের আটকের চেষ্টা চলছে।