ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




চুনারুঘাট সীমান্তে ১৬৮ বোতল মদ উদ্ধার
হবিগঞ্জ জেলা সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৩:৩৫ পিএম  (ভিজিটর : ১৫০)
সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্তের বিভিন্ন স্থানে অভিযানে ১৬৮ বোতল ভারতীয় মদ করেছে। 

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৭ এপ্রিল শ্রীমঙ্গল এবং চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ৩ টি পৃথক অভিযান পরিচালনা করে। 

সাতছড়ি বিওপি: রাত আনুমানিক ৯ টার দিকে টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবু হানিফ এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার নারাক্ষেত নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার লক্ষ্যে বিজিবি কৌশলগত অবস্থান গ্রহণ করে। এ সময় চোরাকারবারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে বহনকৃত মালামাল রেখে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান তল্লাশি করে মালিকবিহীন ৯৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।

গুইবিল বিওপি: রাত ১০ টার দিকে টহল কমান্ডার নায়েক মোঃ সুমন আলী এর নেতৃত্বে চুনারুঘাট উপজেলার দোলনা চা বাগান নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করার সময় সন্দেহভাজন কয়েকজন লোককে চ্যালেঞ্জ করলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতে অন্ধকারে চা বাগানের ভিতের পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল উক্ত স্থান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।

সিন্দুরখান বিওপি: রাত আনুমানিক ১১ টার দিকে টহল কমান্ডার নায়েক মোঃ শামিম আহম্মেদ এর নেতৃত্বে শ্রীমঙ্গল উপজেলার সিমাইলত নামক এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করার লক্ষ্যে কৌশলগত অবস্থান নেয়। উক্ত সময়ে চোরাকারবারীরা বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে মালামাল রেখে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল কর্তৃক বর্ণিত স্থান তল্লাশী করে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

আটককৃত মাদকদ্রব্য, অন্যান্য মালামাল এবং চোরাচালানের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল এবং চুনারুঘাট থানায় একাধিক মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক। আমাদের মূল লক্ষ্য হলো সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমাজকে সর্বদা মাদকমুক্ত রাখা। বিজিবি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থান গ্রহণ করে, যা দেশের যুব সমাজকে রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করে। হবিগঞ্জ ব্যাটালিয়ন নিয়মিতভাবে সাহসিকতার সাথে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]