খাগড়াছড়িতে অপহৃত চবির ৫ শিক্ষার্থী এখনও উদ্ধার হয়নি, চলছে সেনা অভিযান
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫, ৩:১৪ পিএম (ভিজিটর : ৯২)
খাগড়াছড়ি সদর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা পাহাড়ী ছাত্র পরিষদ নেতাসহ অপহৃত ৫ শিক্ষার্থী এখনও উদ্ধার হয়নি। ২৪ ঘন্টা অতিবাহিত হলেও অপহৃতদের স্বজন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোন অভিযোগ দেয়া হয়নি বলে জানান খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন। তবে অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে জেলা সদর ও পানছড়ির বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।
এদিকে, পিসিজেএসএস সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা এ ঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ প্রসীত গ্রুপকে দায়ী করলেও তা অস্বীকার করছে ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা। নিপন ত্রিপুরা বৃহস্পতিবার দুপুরে জানায় অপহৃতদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের বৈঠকে ডেকেছে অপহরণকারীরা। তবে কোথায় বৈঠক হবে তা নিশ্চিত করেননি।
বৈসাবি উদযাপন শেষে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে খাগড়াছড়ির পানছড়ি সড়কের গিরিফুল এলাকা থেকে অপহৃত হয় চবি পিসিপির সদস্য রিশন চাকমা সহ ৫ শিক্ষার্থী। ওই সময় তাদের বহনকারী অটো চালককেও অপহরণ করা হয়।