ঝালকাঠির কাঁঠালিয়ায় মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো.ওয়ালিউর রহমান বিশ্বাস (৪৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ওয়ালিউর রহমান ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালের দিকে কালবৈশাখী ঝড় শুরু হলে ওয়ালিউর রহমান মাঠে থাকা গরু আনতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. পনির হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বজ্রপাতের সময় মাঠে গরু আনতে গিয়ে মারা গেছেন ওয়ালিউর রহমান। খবর পেয়ে পুলিশকে জানানো হয়েছে।