টাঙ্গাইলের ভূঞাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মো. রাকিব (২৫) নামের এক যুবক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৪টা ৪৫ মিনিটে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সিংগুরিয়া সোনাকান্ত গ্রামের তোয়োব আলী ফকিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ আগে রাকিবকে রেললাইনের পাশে বসে মাদক গ্রহণ করতে দেখা যায়। ট্রেনটি স্টেশনে প্রবেশ করার মুহূর্তে হঠাৎ করেই তিনি নিজের ইচ্ছায় ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
রাকিবের পরিবার ও ঘনিষ্ঠদের বরাতে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ঘটনার দিন সকালেও তিনি স্বাভাবিকভাবেই বাসা থেকে বের হন।
এ বিষয়ে ভূঞাপুর থানার (এসআই) কামরুল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্বিখণ্ডিত মরদেহটি উদ্ধার করি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ জিআরপি পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ভূঞাপুর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল কাদের বলেন, জামালপুর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে ঢোকার সময় এ দুর্ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে খবর দিই এবং বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।