ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
ই-পেপার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ঝড়ছে প্রাণ, বাড়ছে হামলা-মামলা
তৃণমূল বিএনপিতে কোন্দল, ক্ষুদ্ধ কেন্দ্র
সোহাগ রাসিফ:
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২:১৮ পিএম আপডেট: ১২.০৪.২০২৫ ২:৫৪ পিএম  (ভিজিটর : ১১৪)
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিন যতই গড়াচ্ছে তৃণমূলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে কোন্দল ততই বাড়ছে। প্রায় প্রতিদিনই নগর থেকে গ্রামে ঘটছে দ্বন্ধ, সংঘাত ও সংঘর্ষের ঘটনা। নিজদের মধ্যে দলাদলি ও অভ্যন্তরীণ কেন্দলের সর্বশেষ পরিণতি হিসেবে নিয়মিত ঝড়ছে নেতাকর্মীদের প্রাণ।

গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির তৃণমূল পর্যায়ে নিজ নিজ গ্রুপের আধিপত্য বিস্তার, পদপদবি, কমিটি গঠন, দখল, চাঁদাবাজি, একই এলাকায় একাধিক মনোনয়ন প্রত্যাশীর সক্রিয়তা, ব্যাবসা সমৃদ্ধিকরণ এবং ভাগবটোয়ারা নিয়ে বিএনপির গ্রুপিং রাজনীতি যেন ভয়াবহতায় রূপ নিয়েছে। 

দেশের বিভিন্ন জায়গায় দ্বন্দ্বে মীমাংসার জন্য কেন্দ্র থেকে কমিটি গঠন করা হলেও যেন বিভেদ কমছে না। বরং তা গড়াচ্ছে মামলা কিংবা সংঘর্ষে। এসব গ্রুপিংয়ের জেরে গত ৭ মাসে প্রায় শতাধিক প্রাণহানি, দেড় হাজারের বেশি আহত হওয়ার ঘটনা ঘটেছে এবং মামলায় আসামী হয়েছে হামলা সংশ্লিষ্ট নেতাকর্মীরা।

তৃণমূল নেতাকর্মীদের এমন নেতিবাচক কর্মকান্ডে ইমেজ সংকটে পড়েছেন বিএনপির ক্লিন ইমেজের নেতাকর্মীরা। অরাজকতা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দেশের বিভিন্ন স্থানে হাজারের বেশি নেতাকর্মীকে বহিস্কার ও শোকজ করেছেন উর্ধ্বতন নেতারা। ভেঙে দেওয়া হচ্ছে জেলা-উপজেলাসহ বিভিন্ন ইউনিটের কমিটি। 

বিএনপির কেন্দ্রীয় নেতারা দলটির আভ্যন্তরীন দ্বন্ধে সংঘাত বেড়ে যাওয়া উদ্বেগ প্রকাশ করছে। প্রায় প্রতিদিনই বিভিন্ন সমাবেশে অংশ নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সর্তক করে বক্তব্য দিচ্ছে তারা। এমন প্রেক্ষাপটে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে দলটির সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। 

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক ভোরের ডাককে বলেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। সারাদেশে দলটির অসংখ্য কর্মী রয়েছে। যতটুকু কোন্দল আছে আমরা তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাদের হাইকমান্ত নেতাকর্মীদের নিয়মিত সতর্ক করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিয়মিত সাবধান করছেন। আশা করি নির্বাচনের আগে দ্রুতই সব ঠিক হয়ে যাবে।

সংঘাতের সুত্রাপাত ও হত্যাকান্ড : ৫ এপ্রিল রংপুরের বদরগঞ্জে ব্যবসাপ্রতিষ্ঠান দখলে নেয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে লাভলু মিয়া (৫০) নামে বিএনপির কর্মী নিহত,৭ এপ্রিল কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কালিকাপ্রসাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান মিয়া (৪০), ৮ মার্চ চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক (৫০), ১২ জানুয়ারি কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা বিএনপির সম্মেলন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন (৫৫), ২৫ ফেব্রুয়ারি আধিপত্য বিস্তার ও দলীয় দ্ব›েদ্ব শেরপুরে সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকারিয়া বাদলের মৃত্যু ও তিন বিএনপি নেতাকে কুপিয়ে জখম, ১ এপ্রিল খাস জমি দখল নিয়ে ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জামাল হাওলাদার, ৩০ মার্চ মাগুরার শ্রীপুর উপজেলার মসজিদ কমিটির টাকার হিসাবকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের হামলায় জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য মুন্সী মিরান হোসেন (৪৩),২০ মার্চ ধামরাইয়ে রাজনৈতিক বিরোধে গাংগুটিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেমকে (৫৫) কুপিয়ে হত্যা, ২২ মার্চ কিশোরগঞ্জের কটিয়াদীতে বিএনপির সাথে সংঘর্ষে দা দিয়ে কুপিয়ে আশিক খান (২২) নামে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, ১৪ ফেব্রæয়ারি বগুড়ার সোনাতলা উপজেলায় বিএনপি নেতার ধারালো অস্ত্রের হামলায় পাকুল্যা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাশেদ মিঞা (২৭) নিহত, ৮ মার্চ চুয়াডাঙ্গা সদর উপজেলায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক (৫০) নিহত, ২০ মার্চ ভোলার মনপুরায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাশেদ নিহত, গত ৭ ফেব্রুয়ারি ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুন হোসাইন (৪২), ১ ফেব্রুয়ারি কুমিল্লার নাঙ্গলকোটে  স্বেচ্ছাসেবক দলের নেতা সেলিম ভূইয়া, ৩০ জানুয়ারি গভীর রাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম (৪০), গত বছরের ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক পাভেল মিয়া (৩০), ১০ অক্টেবর চট্টগ্রামের মিরসরাইয় উপজেলার হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কবির আহম্মদ (৭০), ৬ সেপ্টেম্বর গাজীপুরের কালীগঞ্জে ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম এমদাদুল হক আকলুসহ (৬৫) গত ৭ মাসে প্রায় শতাধিক নেতাকর্মীর প্রাণহানির ঘটনা ঘটে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]