ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫ ৭ বৈশাখ ১৪৩২
ই-পেপার রবিবার ● ২০ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মালাইকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৩:৪০ পিএম  (ভিজিটর : ১৪৫)
বলিউড অভিনেতা সাইফ আলি খান ২০১২ সালে এক হোটেলে মারামারির ঘটনায় অভিযুক্ত হন। অভিনেত্রী মালাইকা আরোরাও সেই ঘটনায় নাম জড়ায়। এবার সেই মামলার মালাইকার বিরুদ্ধে জামিনযোগ্য সমন জারি করছে মুম্বাইয়ের এক আদালত। ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ী ইকবাল মীর শর্মার সঙ্গে এক হোটেলে বাগবিতণ্ডায় জড়ান সাইফ আলি খান। সেই বাগবিতণ্ডা হাতাহাতিতে পরিণত হয়। সাইফের আক্রমণে ওই ব্যক্তি নাকে আঘাত পান। এমনকী তার নাকের হাড় নাকি ভেঙে যায়। এরই প্রেক্ষিতে ইকবাল সাইফ ও তার সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। সেই সময় হোটেলে সাইফের সঙ্গে ছিলেন কারিনা কাপুর, কারিশমা কাপুর, মালাইকা আরোরা, অমৃতা আরোরা ও আরও অনেকে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, চলতি মামলার মুখ্য বিচারক ম্যাজিস্ট্রেট কে এস জানওয়ার ঘটনার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করছেন। মালাইকা আরোরাকে সাক্ষ্য প্রদানের জন্য গত ১৫ ফেব্রুয়ারি জামিনযোগ্য সমন জারি করা হয়। কিন্তু অভিনেত্রী আদালতে অনুপস্থিত ছিলেন। সেই কারণেই অভিনেত্রীকে সমন জারি করেছে আদালত। মামলার আগামী শুনানির দিন ২৯ এপ্রিল। এই ঘটনায় সাইফ আলি খান, শাকিল লাদাক ও বিলাল আমরোহিকে গ্রেফতার করা হয়। পরে তারা জামিনে মুক্ত হন। তাদের বিরুদ্ধে ৩২৫ ধারায় চার্জশিট দাখিল হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সাফাই দিয়ে সাইফ দাবি করেছেন, ইকবাল ও তার সঙ্গীরা তাদের সঙ্গে থাকা নারীদের উদ্দেশ্যে কটূক্তি করেন এবং সেখান থেকেই ঝামেলার সূচনা ঘটে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]