প্রকাশ: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫:৩৮ পিএম (ভিজিটর : ৪৯৭)
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয় ২৪ হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান খানের উদ্যোগে ৫ হলের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর দুইটায় বিজয় ২৪ হলের প্রভোস্ট কক্ষে প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিমের উপস্তিতিতে হলের ডাইনিংয়ে কর্মরত নারী ও পুরুষ কর্মচারীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়৷
উপহার পেয়ে হলের কর্মচারী জগন্নাথ চন্দ্র দাশ বলেন‚ ‘ঈদ উপলক্ষ্যে প্রভোস্ট স্যার আমাদের সকলকে পাঞ্জাবি দিয়েছেন। এটা পেয়ে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত। এর আগে আমাদের মাঝে কেউ এমনভাবে আয়োজন করেনি। ভবিষ্যতেও যদি ঈদের সময় আমাদের জন্য এমন আয়োজন করা হয় তাহলে আমাদের কাজে উৎফুল্লতা জাগবে।’
এ বিষয়ে বিজয় ২৪ হলের প্রাধ্যক্ষ ড. মো. মাহমুদুল হাছান খান বলেন‚ ‘ঈদ উপলক্ষ্যে আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি, আমাদের ঈদের খুশি ভাগাভাগি করার জন্য। যেহেতু ওনারা আমাদের শিক্ষার্থীদের অনেক কষ্ট করে সেবা দিয়ে থাকেন, তাই তাদের মাঝে ঈদের খুশিটা শেয়ার করার জন্য চেষ্টা করেছি। উনারা যেন স্বাচ্ছন্দে আমাদের মাঝে সার্ভিসটা প্রদান করতে পারেন সেজন্য আমি ব্যাক্তিগত উদ্দ্যোগে পাঁচটি হলের ডায়নিংয়ের কর্মচারিদের মাঝে ৩০ টি পাঞ্জাবি ও ১০ টি শাড়ি বিতরণ করেছি।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন‚ ‘এ ধরনের আয়োজনে আমি খুব খুশি। সবাই যেন সুন্দরভাবে ঈদকে ভাগাভাগি করে উদযাপন করতে পারে সেটি কামনা করছি। এ ধরনের সুন্দর আয়োজনের জন্য ‘বিজয় ২৪’ হলের প্রভোস্টকে ধন্যবাদ জানাই।’