প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৭:৩৪ পিএম (ভিজিটর : ১১৯)
আজ (শনিবার) দুপুরে ভৈরবে চন্ডিবের গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি-আওয়ামীলীগ ২ পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৫ জন। এ সময় ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেনের ডায়াগনস্টিক সেন্টার ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া ও কয়েকটি বাড়ি-ঘর ব্যবসা প্রতিষ্ঠান বাড়ি- ঘর ভাংচুর করা হয়েছে । হামলায় আহতরা হলো সাবেক পৌর যুবদলের সিনিয়র সহ- সভাপতি আসাদ মিয়ার সহ ধর্মীণী পারভীন বেগম, জসিম মিয়া, সফিকুল ইসলাম ওরফে সফিক মিয়া।
আহতদের মধ্যে পারভীন বেগম কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে, জসিম মিয়া কে বাজিতপুরের ভাগল পুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং সফিক মিয়া কে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে । স্থানীয় এলাকাবাসী ও বিএনপির দলীয় নেদা- কর্মীরা জানান, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম আজ শনিবার বেলা ১১ টার সময় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী দেখতে আসেন।
এ সময় দলীয় নেতা- কর্মীরা জড়ো হলে সফিকুল ইসলাম ওরফে সফিক মিয়া ও শরীফুল আলমের সাথে দেখা করতে যান। কিন্তু সফিক মিয়া কে দেখে হাইব্রীড হাইব্রীড বলে তাকে সেখান থেকে চলে যেতে বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি নেতা আসাদ মিয়া ও সফিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেনের ফ্যামিলী কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ভাংচুর ও লুটপাট করা হয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ব্যবসা- প্রতিষ্ঠান ও বাড়ি- ঘর ভাংচুর করা হয়েছে । খবর পেয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম সহ বিএনপি নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর। পুনরায় কয়েক দফায় সংঘর্ষ জড়িয়ে পরে ।
পরে খবর পেয়ে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ- সভাপতি আসাদ মিয়া জানান, আমাদের নেতা শরিফুল আলম হাসপাতালে রোগী দেখতে এলে নেতা- কর্মীরা জড়ো হয়। সেখানে সফিক মিয়া কে দেখে দলীয় নেতা- কর্মীরা সফিক কে হাইব্রীড বলে সেখান থেকে তাকে চলে যেতে বলেন। কিন্তু পরবর্তীতে সফিক তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে আমার ভাইয়ের ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাংচুর করে টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায় এবং বাড়িতে এসে হামলা করে আমার স্ত্রী কে ধাক্কা দিয়ে ফেলে দিলে আমার স্ত্রী গুরুতর আহত হয়। এছাড়া জসিম কে মারধোর করায় ২ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা ও বাজিতপুরের ভাগল পুর জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।
এ বিষয়ে ওয়ার্ড যুবদলের সভাপতি আক্তার হোসেন জানান সফিক মিয়া আওয়ামী লীগের রাজনীতি করে। বিগত ১৬ বছর সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলো । এখন সে নিজেকে বিএনপির অনুষ্ঠানে এসে নেতার সাথে ছবি তুলতে মরিয়া। বিষয়টি দলের অন্য নেতা- কর্মীরা মেনে নিতে না পারায় তাকে হাইব্রীড বলেছে। অথচ সে সেই ক্ষোভে তার লোকজন নিয়ে আমার ফ্যামিলী কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ভাংচুর ও ডায়াগনস্টিকের যন্ত্রপাতি সহ টাকা- পয়সা লুটপাট করে নিয়ে গেছে।
এ বিষয়ে সফিক মিয়ার ভাই আরাফাত ও সজিব মিয়া জানান, তারা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসা- বাণিজ্য নিয়ে সামাজিকতা বজায় রেখে চলেছেন। তার বাবা মরহুম রুস্তম মিয়া ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি । তারা এখনো আওয়ামী লীগে যোগ দেননি। আজকে বিএনপি নেতা শরীফুল আলমের অনুষ্ঠানে তার ভাই সফিক গেলে তাকে আসাদ মিয়া ও তার ভাই হাইব্রীড বলে তাকে অপমান করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে তারা হামলা চালিয়ে তার ভাই কে মারধোর করে আহত করেছে । এ বিষয়ে ভৈরব সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আওলাদ হোসেন ভূইয়া জানান সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।