ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫ ৬ মাঘ ১৪৩১
ই-পেপার রবিবার ● ১৯ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




সীমান্তে উত্তেজনা, প্রশমনে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম  (ভিজিটর : ৯২)


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় নাগরিকরা অনুপ্রবেশ করে বাংলাদেশিদের আম গাছের ডাল কাটে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিএসএফ’র সহায়তায় ভারতীয়রা। এরই মধ্যে সীমান্তে দু’দেশের নাগরিকরা অবস্থান নেয়। এ সময় বিজিবি সদস্যরা স্থানীয়দের সাথে নিয়ে তাদের এ অতৎপরতা রুখে দেয়। এতে কয়েকজন আহত হয়েছে। তবে দু’জনের নাম নিশ্চিত করেছে এলাকাবাসী। 

গতকাল শনিবার  সকাল ১০টার দিক থেকে  কিরণগঞ্জ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ঝাইটন আলীর ছেলে আসমাউল (১৮) এবং একই এলাকার বাবু (২৬)। বিজিবি জানায় এ ঘটনায় বিজিবি ও বিএসএফ’র মধ্যে বিকেলে ৪টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে গাছ কাটার বিষয়টিকে  কেন্দ্র করে ঘটনা ঘটায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে তা দেখতে বলেছে বিএসএফ। 

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে হঠাৎ করে বিএসএফ’র সহায়তায় স্থানীয় ভারতীয়রা সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে  বাংলাদেশ প্রান্তের ১২ থেকে ১৫টি আম গাছ কেটে ফেলে। পরে বিজিবির টহল দল মাইকিং করে স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানান। এ সময় স্থানীয়রা বিজিবিকে সহযোগিতা করতে সীমান্ত এলাকায় ছুটে আসেন। এসময় উভয় প্রান্তে উত্তেজনা দেখা  দেয়। এরই পাল্টা বাংলাদেশিরা লাঠিসোটা নিয়ে তাদের মোকাবেলা করতে অবস্থান নেই। পরবর্তীতে তারাও পাথর-ইট নিক্ষেপ করে। একপর্যায়ে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ সদস্যরা কয়েকটি সাউন্ড্র গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। স্থানীয় ভারতীয়রা পাথর নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। 

৫৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া জানান, বাংলাদেশ সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দু’দেশের সীমান্তবর্তী এলাকাবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়। পরে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে ভারতীয়রা পিছু হটে এবং বিকেল ৪টার দিকে বিজিবি ও  বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গাছ কাটার বিষয়টি নিয়ে ঘটা ঘটায় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বলে বিএসএফ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]