প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:১৮ পিএম (ভিজিটর : ৮৯)
দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে অপহৃত মেহেদী হাসান বিপ্লব (১৪) নামের এক কিশোরকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় তাজুল ইসলাম ও আকরাম হোসেন নামের দুই অপহরনকারীকে গ্রেফতার করেছে র্যাব।
আজ (১৮ জানুয়ারি) শনিবার বিকেলে র্যাব-১০ এর মিডিয়া সেলের মাধ্যমে অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানান, অপহৃত মেহেদী হাসান বিপ্লব (১৪), পিতা-মোঃ আবুল কাশেম। সে প্রায় ০৬ মাস যাবৎ ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর এলাকার একটি গার্মেন্টসে সহকারী কারিগর হিসেবে কাজ করে আসছে। তার গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন রাজারামপুর কাশিগঞ্জ এলাকায়। সে গত ১২ জানুয়ারি বিকাল আনুমানিক ৩ টার সময় আগানগর এলাকার উক্ত গার্মেন্টস সংলগ্ন এলাকা হতে অপহৃত হয়। বিষয়টি জানতে পেরে বিপ্লবের বড় ভাই ও গার্মেন্টসের অন্যান্য সহকর্মীরা সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে গত ১৩ জানুয়ারী সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় অজ্ঞাতনামা অপহরণকারীরা বিপ্লবের মোবাইল ফোন থেকে তার মায়ের মোবাইলে ফোন করে বিপ্লবের মুক্তিপণ হিসেবে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা দাবি করে। অন্যথায় ভিকটিমকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
এরপর বিপ্লবের বড় ভাই মোঃ মোকছেদুল হক (২২) বাদী হয়ে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় বিপ্লব’কে অপহরণের দায়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন যার মামলা নম্বর-২৯, তাং-১৭/০১/২০২৫, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০২০) এর ৭/৮/৩০। তিনি জানান, মেহেদী অপহরণের বিষয়টি র্যাব-১০ জানতে পারেন। এরপর র্যাব-১০ এর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম বিপ্লব’কে অক্ষত অবস্থায় দ্রæত উদ্ধারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করে। যার ধারাবাহিকতায় ১৭ জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক ১১ টার সময় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে অপহৃত মোঃ মেহেদী হাসান বিপ্লবকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। এ সময় র্যাব-১০ অপহরণকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই অপহরনকারী ও ভিকটিম মেহেদীকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় ওই র্যাব কর্মকর্তা।