প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৬:১৫ পিএম (ভিজিটর : ৩৭)
গাংনী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামী গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে আসামীদের নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জিআর মামলা ৩০৭/২১ আসামি পীরতলা গ্রামের রমজান আলীর ছেলে সবুজ হোসেন (৪০), একই গ্রামের আব্দুল হালিমের ছেলে শহিদুল ইসলাম(৪৫), সিআর ৪২৮/২৪ নম্বর মামলার আসামী পীরতলা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে খাদেমুল বাশার(৪০), সিআর ৮০/১৯ নম্বর মামলায় ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামী গাংনী পৌরসভার চৌগাছা গ্রামের আলিমের ছেলে আব্দুস সালাম(৫৫), সিআর ৫১৫/২২ নম্বর মামলার আসামী বাঁশবাড়িয়া গ্রামের বানাত আলীর ছেলে বায়েজিদ।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, নিয়মিত অভিযানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীগণকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।