প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৫:২০ পিএম (ভিজিটর : ১৩০)
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই বাংলাদেশি যুবককে পিটিয়ে গুরুত্বর আহত করেছে ভারতীয় নাগরিকরা। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- উপজেলার কালিগঞ্জ মালোপাড়ার গ্রামের ফারুক (৩৫) ও অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের ১৭৭ পিলারের ১ থেকে ৩ নং এস এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভারতীয় নাগরিকরা বেশ কয়েকটি ককটেল ও পাথর নিক্ষেপ করেছে বলে অভিযোগ সীমান্তবাসীর।
স্থানীয়রা বলছেন, চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের ওপারে ঘাস ও গাছ কাটাকে কেন্দ্র করে উভয় দেশের জনগণের মধ্যে - চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে বিএসএফ ও বিজিবি’র সাথে দুইপাড়ের সীমান্তে বাসীকে শান্ত করতে অংশ নিয়েছে। বাংলাদেশিদের লক্ষ্য করে ভারতীয়রা ইট-পাথর ও কাঁদানো গ্যাস বোমা ও ককটেল নিক্ষেপ করে। বাংলাদেশিরাও পাল্টা ইট-পাথর নিক্ষেপ করে। জানা যায়, চৌকা সীমান্তে কালিগঞ্জ এলাকায় ওপারে গাছ কাটা শুরু করে ভারতীয়রা। এ সময় বাংলাদেশ সীমান্তের লোকজন বাধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে চৌকা সীমান্তের কাছে ভারতীয়রা ঢুকে বাংলাদেশিদের ফসল কেটে নিয়ে যায়।
মুহুর্তের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়ে ১৫-২০টি ককটেল বিস্ফোরণের পাশাপাশি পাথর ছুড়ে তারা। পাথরের আঘাতে আহত হয়েছেন উপজেলার বিশ্বনাথপুর গ্রামের ঝাইটনের ছেলে আসমাউল (১৬), কালিগঞ্জ গ্রামের জিন্নুরের ছেলে তরিকুলসহ (৫৫) আরো কয়েকজন। বিজিবি সদস্যরা সীমান্তে স্থানীয়দের সামাল দিতে চেষ্টা করে যাচ্ছে। ঘটনাস্থলেই চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লে. কের্ণেল গোলাম কিবরিয়া অবস্থান করছেন। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্ততি চলছে।