ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




নর্থ বেঙ্গল সুগার মিলে বিস্ফোরণ, আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ
লালপুর (নাটোর) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ২:৩৪ পিএম  (ভিজিটর : ৫৮)

নাটোরের লালপুরে রাষ্ট্রায়ত্ত নর্থ বেঙ্গল সুগার মিলে ১৪ ঘন্টা আখ মাড়াই বন্ধ থাকার পর পুনরায় মাড়াইয়ে ফিরলে বিকট শব্দে টারবাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ এতে সাময়িক ভাবে আবারো আখ মাড়াই ও চিনি উৎপাদন সাময়িক ভাবে বন্ধ রয়েছে। এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

শনিবার (১৮ জানুয়ারি) রাত আড়াইটার দিকে চিনিকলের কারখানায় এদূর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা থেকে বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মাহমুদুল হক ও প্রধান রসায়নবিদ আনিসুল আজম সকালেই ঘটনাস্থলে পৌঁছান।

বিষয়টি নিশ্চিত করে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা বলেন, শুক্রবার যান্ত্রিক ত্রুটির কারণে সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত আখ মাড়াই বন্ধ ছিল। রাত আড়াইটায় আবার টারবাইন বিস্ফোরণে আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ হয়ে গেছে। টারবাইন মেরামত সময় সাপেক্ষ হওয়ায় আপতত বিকল্প উপায়ে সন্ধ্যা নাগাদ আখ মাড়াই শুরু করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে দীর্ঘ সময় আখ মাড়াই বন্ধে চিনিকল চত্বরে জমা পড়েছে হাজার হাজার মেট্রিক টন আখ। এছাড়া চিনিকলে আখ সরবরাহপত্র সংকট ও ঘনঘন কারখানার যন্ত্রাংশ বিকল হওয়ায় রবিশস্য চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে হাজার হাজার আখচাষি।







সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]