প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ২:৩৩ পিএম (ভিজিটর : ৫৩)
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বামৈ ইউনিয়নের ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসা সংলগ্ন ঝুকিপূর্ণ ব্রিজ যানচলাচল বিঘ্নিত ও মুড়িয়াউকের রাস্তার বেহাল অবস্থা। এতে করে যানচলাচল সহ নানা সমস্যায় জর্জরিত এই ঝুকিপূর্ণ ব্রিজ ও রাস্তাটি। সরে জমিনে গিয়ে দেখা গেছে এই ব্রিজটির দুই পাশের রেলিং ভেঙ্গে পড়েছে এতে করে যে কোন সময় দূর্ঘটনাটা দেখা দিতে পারে বলে মনে করছেন সচেতন মহল।
এ ছাড়াও এই ব্রিজ থেকে মুড়িয়াউক হয়ে সাতাউক গ্রাম পর্যন্ত এই রাস্তসটির অসংখ্য স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ার ফলে যানবাহনের আরোহীরা চলাচল করতে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ছে মর্মে অনেক যাত্রীদের অভিযোগ। খোঁজ নিয়ে জানা যায় এই রাস্তাটি কয়েক বছর আগে পূনঃ মেরামত করলেও সংশ্লিষ্ট ঠিকাদার নিম্নমানের কাজ করায় বেশী টিকসই হয়নি এতে করে দেখা দিয়েছে পুরো রাস্তায় খানাখন্দে পরিণত হয়েছে।
এ বিষয়ে বামৈ ইউনিয়নের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুকের সাথে যোগাযোগ করে এ বিষয়ে আপনার ভুমিকা কি জানতে চাইলে তিনি বলেন এডিবির বরাদ্দ আসলে এই ব্রিজটি পূনঃ নির্মাণ করে দিব।এ বিষয় স্থানীয় সরকার লাখাই উপজেলার প্রকৌশলী এহতেশামুল হকের সাথে আলাপ কালে তিনি বলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাদ্দ আসলে নিশ্চয়ই ব্রিজটি ও রাস্তার মেরামত করে দেয়া হবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এই ব্রিজ ও ভাদিকারা ইসলামীয়া মাদ্রাসা হতে মুড়িয়াউক পর্যন্ত রাস্তার পূনঃ নির্মাণ ও সংস্কার করার জন্য এলাকাবাসী দাবী জানিয়ে বলেন এই রাস্তা দিয়ে প্রতিদিন মুড়িয়াউক ইউনিয়নের ৫টি গ্রামের মানুষ উপজেলা পরিষদে আসাযাওয়ার জন্য একমাত্র এই রাস্তাটি। তারা আরও বলেন প্রতিদিন এই রাস্তা দিয়ে শতাধিক যানবাহনের চলাচলের একমাত্র এই সড়ক।