ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ভৈরবে পাগলা কুকুরের কামড়ে আহত ২০
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ১২:৫৯ পিএম  (ভিজিটর : ৯১)

ভৈরবে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত হয়েছে। আহতদের কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে । 

আহতরা হলো হলো শম্ভপুর গ্রামের সেলিম মিয়া (২০), নুপুর বেগম (১৪), জাহানারা বেগম (৭০),  আগানগর  ইউনিয়নের দীপ্তি (১৩), পৌর শহরের চন্ডিবের গ্রামের  শিশু সাহাবী (০৪), মৌটুপী গ্রামের বাসিন্দা রইছ আলী (৬৫), পঞ্চবটি এলাকার নাছিত (৪৩), গাছতলা এলাকার রফিয়া বেগম (৬০), ভৈরবপুর এলাকার খোকন (৩৮), চন্ডিবের এলাকার পপি বেগম (৩৮), শুম্ভপুর এলাকার রাফিয়া ( ০২), রঘুনাথপুর এলাকার স্মৃতি (৩০) ও শুম্ভপুর এলাকার রাজ্জাক (৬০)।

এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভিতরে স্বপন মিয়াসহ (২৫) আরও তিনজন কুকুরের কামড়ে আহত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার  বিকেল থেকে উপজেলার সাদেকপুর, ভবানীপুর, শিমুলকান্দিসহ পৌর শহরের শম্ভুপুরের স্টেডিয়াম পাড়া, চন্ডিবের, গাছতলাঘাটসহ বিভিন্ন স্থানে নারী, শিশু, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের নির্বিচারে কামড়ায় একটি পাগলা কুকুর। এসময় কুকুরের কামড়ে ২০ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শী আজাহার মিয়া বলেন, বিকালে হঠাৎ হাসপাতালের ভিতরে একটি কুকুর প্রবেশ করে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে। এসময় হাসপাতালের স্বপন নামের এক কর্মীসহ তিনজন আহত হয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মেহেদী হাসান জানান, এখন পর্যন্ত ২০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। তবে কেউ গুরুত্বর আহত নয়। আহতদের কে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]