প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫, ১১:০৪ এএম (ভিজিটর : ৫৮)
যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি মেক্সিকোর মাদক সম্রাট ও সিনালোয়া কার্টেলের সহ-প্রতিষ্ঠাতা ইসমায়েল 'এল মায়ো' জাম্বাডা নিজের মৃত্যুদন্ড এড়াতে বর্তমানে নিউ ইয়র্কের ব্রুকলিনে ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে একটি সমঝোতা আলোচনায় রয়েছেন। এই আলোচনার লক্ষ্য হলো তার মামলার বিচার শুরু হওয়ার আগে সেটি নিষ্পত্তি করা, কারণ বিচার হলে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। ফেডারেল প্রসিকিউটর ফ্রান্সিসকো নাভারো বুধবার (১৫ জানুয়ারি) একটি শুনানিতে এই তথ্য জানান।
৭৬ বছর বয়সী জাম্বাডা ফেডারেল ড্রাগ এবং অস্ত্র মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। যুক্তরাষ্ট্রে দুই দশকেরও বেশি সময় ধরে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এই গ্রীষ্মে তিনি নিউ মেক্সিকোর একটি ছোট এয়ারপোর্টে পৌঁছানোর পর তাকে আটক করা হয়।
শুনানিতে জাজ ব্রায়ান কোগান জানান, মামলার বিচার এড়ানোর জন্য উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছেন। তিনি ২২ এপ্রিল আদালতে ফিরে আসার নির্দেশ দেন।এর মধ্যেই সমঝোতা আলোচনার কাজ চালিয়ে যেতে বলেন। মামলার বিচার শুরুর তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
শুনানিতে কোগান জাম্বাডার আইনজীবী ফ্র্যাঙ্ক পেরেজকে তার পক্ষে কাজ করার অনুমতি দিয়েছেন। যদিও পেরেজ ইতিমধ্যে এল মায়োর ছেলে ভিসেন্টে জাম্বাডা নিয়েব্লার প্রতিনিধি ছিলেন। ভিসেন্টে বর্তমানে সরকারের সহযোগিতা করছেন এবং সম্ভবত তার বাবার বিরুদ্ধে সাক্ষ্য দেবেন।
জাম্বাডা তার আইনজীবীর প্রতিনিধিত্ব রাখার ইচ্ছা প্রকাশ করে বলেন, 'আমি বুঝি একই মামলায় দুই ব্যক্তিকে প্রতিনিধিত্ব করলে সমস্যা হতে পারে। তবে আমি অন্য আইনজীবী চাই না। আমি চাই মিস্টার পেরেজ আমাকে প্রতিনিধিত্ব করুন, যদিও এতে দ্বন্দ্ব থাকতে পারে।
এল মায়ো এবং এল চাপোর উত্তরসূরিরা সিনালোয়া কার্টেলের নিয়ন্ত্রণ নিয়ে রক্তাক্ত সংঘর্ষ চালাচ্ছে। এল মায়ো অভিযোগ করেছেন যে এল চাপোর ছেলে জোয়াকিন গুজম্যান লোপেজ তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার জন্য বিশ্বাসঘাতকতা করেছেন।
জাম্বাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে একাধিক ফেডারেল অভিযোগ রয়েছে। সেপ্টেম্বরে ব্রুকলিন ফেডারেল কোর্টে তার বিরুদ্ধে ১৭টি অভিযোগ আনা হয়, যার মধ্যে রয়েছে মাদক পাচার, অস্ত্র আইন লঙ্ঘন এবং অর্থ পাচারের অভিযোগ। এসব অভিযোগের জন্য তিনি মৃত্যুদণ্ডের উপযুক্ত।
ফেডারেল প্রসিকিউটররা দাবি করেছেন যে এল মায়োর নেতৃত্বে সিনালোয়া কার্টেল ফেন্টানাইল উৎপাদন বাড়িয়েছে এবং হাজার হাজার কিলোগ্রাম ফেন্টানাইল যুক্তরাষ্ট্রে সরবরাহ করেছে।
সিনালোয়া কার্টেলের আরেক সহ-প্রতিষ্ঠাতা এল চাপোকে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়, ২০১৯ সালে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তার ছেলে গুজম্যান লোপেজ মাদক পাচারের অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেছেন।