প্রকাশ: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৩:৪৬ পিএম (ভিজিটর : ৩৪৭)
স্বরূপকাঠি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহনের একটি বাস ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌছুলে দূর্ঘটনার শিকার হয়। এতে একজন নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অন্তত ১০-১২ জন যাত্রী আহত হয়েছেন। জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে স্বরূপকাঠী বাস স্টেশন থেকে ১০ জন যাত্রী নিয়ে (ঢাকা মেট্রো-ভ-১১-৮৫৬২) সিরিয়ালের বাসটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
গাড়ীতে থাকা যাত্রীরা জানান, স্বরূপকাঠী থেকে দুপুরে বাসটি কম যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। বিভিন্ন স্টোপিজ থেকে যাত্রী উঠালে কোন সিট ফাঁকাছিল না। বেলা ৫ টার দিকে ভাঙ্গার কাছাকাছি পৌছালে রাস্তায় পাশে দাড়িয়ে থাকা লাকড়ি বোঝাই একটি ট্রাককে হঠাৎ সাইড দিতে গিয়ে দ্রুতগতিতে টার্নকরে তখন বাসের পিছন সাইডে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সাথে সাথে সাকুরা পরিবহনের ড্রাইভার নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে মাঠের মধ্যে নামিয়ে দেয়। তারা আরও জানান ড্রাইভারের বেপরোয়া গতির কারণে দূর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় সময় বাসের মধ্যে থাকা যাত্রীদের মধ্যে নেছারাবাদের সুটিয়াকাঠী গ্রামের আমির হোসেনের স্ত্রী ফরিদা বেগম নামের একজন মারা যায় এবং ১০-১২ জন যাত্রী আহত হয়।
স্বরূপকাঠী সাকুরা বাস কাউন্টার পরিচালক মো. হাসিব জানান, স্বরূপকাঠী থেকে দুপুর আড়াইটার দিকে ১০ জন যাত্রী নিয়ে (ঢাকা মেট্রো-ভ-১১-৮৫৬২)সিরিয়ালের কোচটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুর্ঘটনার খবর শুনেছি কিন্তু কতজন মারা গেছে কত জন আহত হয়েছে জানিনা। বাসের সুপার ভাইজার ও ড্রাইভারের নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে।