ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫ ৫ মাঘ ১৪৩১
ই-পেপার শনিবার ● ১৮ জানুয়ারি ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ইবি উপাচার্যের মতবিনিময়
ইবি সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ৩:৪৬ পিএম  (ভিজিটর : ৮৭)
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ফায়ার স্টেশন স্থাপন ও ইবি থানা স্থানান্তর না করার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কৃষি মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপাচার্যের মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ে ফায়ার স্টেশন নির্মাণের আশ্বাস দেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় থেকে ইবি থানা স্থানান্তর না করার বিষয়ে আশ্বাস প্রদান করেন। 

মতবিনিময় কালে উপাচার্য ইসলামী বিশ্ববিদ্যালয় থানার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেন। উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা দীর্ঘদিন ধরে ক্যাম্পাস ও নির্দ্দিষ্ট এলাকায় সেবা কার্যক্রম চালিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ে থানার গুরুত্ব তুলে ধরে উপাচার্য থানাটি যেখানে রয়েছে সেখান থেকেই কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দাবি জানান। এ নিয়ে এলাকার মানুষের কোন আপত্তি নেই বলেও ভাইস চ্যান্সেলর স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। এছাড়াও উপাচার্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবি জানান।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উপাচার্যের উত্থাপিত বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন। এসময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রতিষ্ঠিত স্বাধীনতা উত্তর প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে এই প্রতিষ্ঠানটির অশেষ গুরুত্ব রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জায়গা পাওয়া গেলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে একটি ফায়ার স্টেশন প্রতিষ্টা করা যেতে পারে।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]