প্রকাশ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২, ৬:৩৩ পিএম (ভিজিটর : ৩৭৫)
লাখাই (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের লাখাইয়ে সড়ক দূর্ঘটনায় ৭ বছরের ছেলে মৃত্যুর হয়েছে মর্মে খবর পাওয়া গেছে।
লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান, শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার সময় ভরপুর্নি গ্রামের মাদনা হবিগঞ্জ রাস্থায় টমটম গাড়ী চাপা দিলে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় মৃত সাইফুলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়।
খোঁজ নিয়ে জানা যায় ভরপুর্নী গ্রামের আফরাজ উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (৭) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে লাখাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুনু মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি জানান সংবাদ পেয়েছি। তবে ঘটনা স্থলে যাওয়ার জন্য আমি আমার থানার পুলিশকে নির্দেশ দিয়েছি।