প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ৪:০৫ পিএম আপডেট: ৩১.১২.২০১৭ ৬:৫৪ পিএম (ভিজিটর : ৫০২)
যশোর সংবাদদাতা : বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এগিয়ে যাওয়ার জন্য বিমানবাহিনীর নতুন কমিশন লাভকারী সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, তোমরা বাংলার আকাশ মুক্ত রাখবে। সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কারও সঙ্গে বৈরিতা নয়। এই নীতিতে আমরা কাজ করছি।
রবিবার সকালে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি’তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।
এসময় প্রধানমন্ত্রী ভবিষ্যতে সিলেট ও বরিশালেও দু’টি বিমানঘাঁটি গড়ে তোলা হবে বলে ঘোষণা দেন। এর আগে তিনি নবীন অফিসারদের কুচকাওয়াজ পরিদর্শন এবং পদক, সনদপত্র ও ফ্লাইং ব্যাজ বিতরণ করেন।
এর আগে ঢাকা থেকে বিমানযোগে সকাল ১১টার দিকে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি’তে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি দিনব্যাপী যশোর সফরে এই অনুষ্ঠান ছাড়াও ১৮টি প্রকল্পের উদ্বোধন ও ১২টির ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
বিমান বাহিনীকে আরও শক্তিশালী ও সক্ষম করে তুলতে বরিশাল ও সিলেটে বিমান ঘাঁটি নির্মাণের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বরিশাল ও সিলেটে নতুন দুটি বিমান বাহিনী ঘাঁটি স্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমার বিশ্বাস, এসব কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী আরও শক্তিশালী হবে এবং এর সক্ষমতা বাড়বে।
এ সময় তিনি মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট’ (যুদ্ধ বিমান), উন্নত পরিবহন বিমান, অত্যাধুনিক বেসিক ট্রেনিং হেলিকপ্টার, জেট ট্রেনার এয়ারক্রাফট প্রশিক্ষণ বিমান, সিমুলেটর, আন-ম্যানড এরিয়াল ভেহিকল সিস্টেম, লং অ্যান্ড শর্ট রেঞ্জ দীর্ঘ ও সল্প দূরত্বের এয়ার ডিফেন্স রাডার এবং মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মধ্যম দূরত্বের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল শিগরিরই বিমান বাহিনীতে যুক্ত করার কথাও বলেন।
নবীন অফিসারদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “বিমান বাহিনী সদস্যদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ ও জাতির যেকোনো প্রয়োজনে ভূমিকা রাখতে সদা প্রস্তুত থাকতে হবে।