প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ৩:৫৯ পিএম (ভিজিটর : ৫৬০)
গাজীপুর সংবাদদাতা : গাজীপুরে কভার্ডভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের ছেলে আহত হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুর মহানগরীর কড্ডা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন-গাজীপুর নগরীর ডেগেরচালা এলাকার ফারুক খান (৩৬) ও তার স্ত্রী পলি বেগম (৩১)। ছেলে মারুফ (৭) গুরুত্বর আহত হয়েছে।
সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা বলেন, শনিবার সন্ধ্যার দিকে গাজীপুরের চন্দ্রা এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে ফারুক তার স্ত্রী এবং ছেলেকে নিয়ে তাদের বাসায় যাচ্ছিলেন।
কড্ডা এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা পড়ে যান। এ সময় তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কতব্যরত চিকিৎসক স্ত্রী পলিকে মৃত্যু ঘোষণা করেন। এর কিছুক্ষণ পরে স্বামী ফারুককেও মৃত্যু ঘোষণা করা হয়। তাদের ছেলে মারুফকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।