জাককানইবি সংবাদদাতা : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, সূরা ফাতেহা পাঠ এবং দোয়া-মোনাজাত করেছেন জাতীয় কবি কাজী নজরু ইসলাম বিদ্যালয়ের (জাককানইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।
নবনিযুক্ত উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব গ্রহণের পর গতকাল শনিবার (৩০ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো.হুমায়ুন কবীর, প্রক্টর (দায়িত্বপ্রাপ্ত) সোহেল রানা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, অগ্নিবীণা হলের প্রভোস্ট সহকারী অধ্যাপক সিদ্ধার্থ দে, উপ-পরিচালক (জনসংযোগ) এস এম হাফিজুর রহমান, টুঙ্গিপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নকিব হাসান তরফদার এবং কর্মকর্তা পরিষদের সভাপতি মোঃ আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মামুন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে গত ১৪ নভেম্বর সকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।