প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ৮:৪৫ পিএম (ভিজিটর : ২৫৭)

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত অসংখ্য জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। শ্রোতাদের কাছ থেকে পেয়েছেন ‘অডিও যুবরাজ’ উপাধিও। এখনও চলছেন তিনি আপন গতিতে। গানের পাশাপাশি সাহসী ও প্রতিবাদী কণ্ঠের কারণে ভক্ত-শ্রোতাদের কাছে তিনি দারুণ সমাদৃত। বর্তমানে এ সংগীত তারকা তুমুল ব্যস্ত সময় পার করছেন গান নিয়ে। প্রায় প্রতিদিনই চলছে তার গানের কাজ। এর মধ্যে নতুন বছরে একাধিক চমক নিয়ে হাজির হচ্ছেন তিনি। এছাড়াও চলতি বছর জুড়েই আসিফ সরব ছিলেন তার বিভিন্ন গানের মাধ্যমে। সব মিলিয়ে দিনকাল কেমন কাটছে? আসিফ আকবর উত্তরে বলেন, বেশ ভালো কাটছে। কাজের মধ্যে দিয়েই পার করছি সময়। এখন আমার অবসর মেলাই ভার। প্রায় প্রতিদিনই কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। এই ব্যস্ততাটা কেমন লাগছে? আসিফ আকবর বলেন, ভালো। প্রযোজনা প্রতিষ্ঠান গান চাইছে একের পর এক। তাছাড়া আমি নিজেও নিজের প্রতিষ্ঠান আর্ব এন্টারটেইনমেন্টের মাধ্যমে নিয়মিত গান প্রকাশ করছি। আসলে গত প্রজন্মের শেষ বংশধ্বর আমি। বিশ্বাস করি কাজ করতে হবে। আর এখন বিশ্ব এগিয়ে যাচ্ছে। যারা কাজ করবে তারাই এগিয়ে যাবে। কাজের কোন বিকল্প নেই। গানের এখনকার অবস্থা কেমন মনে হচ্ছে? আসিফ বলেন, ঐ যে বললাম কাজ করতে হবে। যারা কাজ করবে না তারা পেছনে পড়বে। এখন কোম্পানিগুলোও অনেক কাজ করছে। আমার মনে হয় কোম্পানির কাজ করার পাশাপাশি কিছু কাজ নিজেদের জন্য করতে হবে। এগুলোর স্বত্ব নিজের কাছে রাখতে হবে। এগুলো কিন্তু সম্পদ। ভবিষ্যতে এ গানগুলোই কাজে লাগবে। নিরাপত্তা দিবে। যেমন আমি অন্য কোম্পানির কাজও করছি। আবার নিজের আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে প্রচুর গান বের করছি। বাংলাদেশে এই আমার কোম্পানিই কেবল গীতিকার-সুরকারদের ৫৫ বছরের রয়্যালিটি দিচ্ছে। তাছাড়া আমার নামে একটি অ্যাপ হচ্ছে। তিনশ গান নিয়ে এই অ্যাপ হচ্ছে। তাই কাজ আরও বাড়িয়ে দিয়েছি। এদিকে নতুন বছরেও আসিফ তিনটি গানের চমক নিয়ে আসছেন। গান তিনটির নাম হলো ‘প্রথম দেখা’, ‘শ্মশান’ এবং ‘ফু’। এর মধ্যে প্রথমটির কথা লিখেছেন লুৎফর হাসান ও সুর করেছেন রিয়াদ হাসান। ডিজে রাহাতের কম্পোজিশনে এটি প্রকাশ হবে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। দ্বিতীয় গানটিতে আসিফের সঙ্গে গেয়েছেন লুইপা। এর কথা ও সুর তরুণ মুন্সির। আর তৃতীয়টির কথা ও সুর মারজুক রাসেলের। সব মিলিয়ে নতুন বছরে পরিকল্পনা কি? আসিফ আকবর বলেন, নতুন বছর উপলক্ষে তিনটি গান প্রকাশ হবে। পাইপলাইনে আছে ২২ টি গান। আর বছর জুড়ে কেবল গান প্রকাশ হতেই থাকবে। একের পর এক গান প্রকাশ হবে। চলতি বছর ‘আগুন’, ‘সাদা আর লাল’, ‘কি করে বোঝাই’ এবং ‘নেই প্রয়োজন’ গানের ভিডিওতে আপনাকে ভিন্ন ভিন্ন রুপে দেখা গেছে, যা দর্শক বেশ পছন্দ করেছেন। এর রহস্য কি? আসিফ হেসে বলেন, রহস্য নাই। আমি এখন হয়ে গেছি যেমনি নাচাও তেমনি নাচি। ভিডিও ডিরেক্টররা আমাকে নানা সাজে সাজাচ্ছে। আর শ্রোতা-দর্শকও ভালোভাবেই নিচ্ছেন। সামনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই সময়ে মিউজিক ইন্ডাস্ট্রির অবস্থা কেমন মনে হচ্ছে? আসিফ আকবর বলেন, অনেক ভালো। এখন বিশ্বায়নের যুগ। ইন্টানেট মানুষের হাতে। ইউটিউবে মানুষ গান শুনছে। তারা অনেক সচেতন। তাই ভালো ভালো কাজ করে যেতে হবে শুধু। আমি সব সময়ই শ্রোতাদের শিল্পী ছিলাম, আছি ও থাকবো। তাই শ্রোতাদের জন্যই এখনও গান করছি। ২০১৮ সালটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ বছর আরও অনেক ভালো ভালো কাজ হওয়া দরকার। আমিও সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।