প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ৮:৪৫ পিএম (ভিজিটর : ২০৯)
স্টাফ রিপোর্টার : দেশে প্রতি বছরই বাড়ছে রূপালি ইলিশের উৎপাদন। এরই ধারাবাহিকতায় গত এক বছরে ইলিশের উৎপাদন বেড়েছে এক লাখ মেট্রিকটন। ২০১৫-১৬ অর্থবছরে যেখানে দেশে মোট ৩ লাখ ৯৪ হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদন হয়েছে, সেখানে ২০১৬-১৭ অর্থবছরে এর উৎপাদনের পরিমান দাঁড়িয়েছে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন। আর এর পেছনে সরকারের নানামুখী উদ্যোগ, অধিক বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া এবং পানির প্রবাহ অনুকূলে থাকায় এমনটি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্টরা বলছেন, প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ ধরা, বিক্রি করা, মজুত রাখা এবং পরিবহন নিষিদ্ধ থাকায় এবার নির্বিঘেœ ডিম ছাড়তে পেরেছে ইলিশ। বিশেষ করে বৃষ্টিপাত ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্র থেকে অপেক্ষাকৃত বেশি ইলিশ ডিম ছাড়তে নদীতে এসেছিল। যার ফলে এ বছর বেশি পরিমাণ ইলিশ পাওয়া গেছে।
মৎস্য অধিদফতর সূত্রে জানা গেছে, ২০১৬-১৭ অর্থবছরে উৎপাদনের পরিমাণ ৪ লাখ ৯৬ হাজার। অথচ অথচ ২০১৫-১৬ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৩ লাখ ৯৪ হাজার মেট্রিক টন। অর্থাৎ গত এক বছরে ইলিশ বেড়েছে ১ লাখ মেট্রিক টন। এর আগে ২০১২-১৩ এবং ২০১৩-১৪ অর্থবছরে দেশে ইলিশ উৎপাদিত হয়েছে যথাক্রমে সাড়ে ৩ লাখ ও ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন।
এ বিষয়ে মৎস্য গবেষক ড. মাসুদ হোসেন খান জানান, চাঁদপুরসহ দেশের দক্ষিণাঞ্চলের ৪টি প্রধান প্রজনন কেন্দ্রে ২২ দিন ইলিশসহ সব মাছ ধরা বন্ধ ছিল। যার কারণে অধিক পরিমাণ ইলিশ সমুদ্র থেকে নদীতে উঠে আসতে পেরেছে এবং নিরাপদে ডিম ছেড়েছে। ফলে ইলিশের উৎপাদন বেড়েছে। তিনি বলেন, ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা নিধন বন্ধ করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। গত কয়েক বছরে মা ইলিশ রক্ষা ও জাটকা নিধন বন্ধে যেসব উদ্যোগ নেয়া হয়েছে, তার সুফল পাওয়া যাচ্ছে।