প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ৮:৪৫ পিএম (ভিজিটর : ২২৯)
ভোরের ডাক ডেস্ক : জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনায় নিয়ে হাওর এলাকার ফসলের নতুন জাত এবং আবাদের নতুন কৌশল উদ্ভাবনের জন্য সরকারের পাশাপশি বেসরকারি খাত সংশ্লিষ্টদের গবেষণা চালানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করতে হাওর এলাকার মানুষের জীবন-জীবিকাতেও পরিবর্তন আনতে হবে। ফসল উৎপাদনের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব বিবেচনা করে নতুন জাত ও পদ্ধতি উদ্ভাবন করতে হবে। এ কাজে গবেষণা খুবই জরুরি। গতকাল শনিবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে বৃহত্তর ময়মনসিংহ সমিতির নিজস্ব ভবনের উদ্বোধন ও জেয়াফত অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ কথা বলেন। বৃহত্তর ময়মনসিংহ এলাকার কিশোরগঞ্জের সন্তান আবদুল হামিদ এই গবেষণার কাজে ময়মনসিংহ সমিতিকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বলেন।
রাষ্ট্রপতি বলেন, বৃহত্তর ময়মনসিংহের বড় একটা অংশ হাওর অঞ্চল। হাওড় এলাকায় কৃষকের একটি মাত্র ফসল বোরো ধান। এ বছর আগাম বন্যার কারণে কৃষকের একমাত্র ফসল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ফলে ধনী-গরীব নির্বিশেষে সকল কৃষক চরম অসহায়ত্বের মধ্যে দিনযাপন করছে। ইতিমধ্যে হাওড় এলাকার বহু মানুষ জীবিকার সন্ধানে নিজেদের ভিটেবাড়ি ছেড়ে রাজধানীসহ বিভিন্ন শহরে আশ্রয় নিয়েছে। তিনি বলেন, সহায়-সম্বলহীন এসব মানুষের পাশে দাঁড়াতে হবে এবং তাদের কল্যাণে সরকারের পাশাপাশি বিভিন্ন সংগঠন ও স্থানীয় বিত্তবান ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্রপতি বলেন, এ বছর হাওর এলাকার পানি এখনো নামেনি বলে তিনি জানতে পেরেছেন। ফলে ওই এলাকার কৃষকের একমাত্র ফসল বোরো চাষ এবার সময়মতো করা যাবে কি না- তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্চে আগাম বন্যার শুরুতে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাওয়ার কথাও অনুষ্ঠানে বলেন রাষ্ট্রপতি হামিদ।
সমিতির সভাপতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংগঠনের মহাসচিব গাজীপুরের এসপি মোহাম্মদ হারুন অর রশীদ, ভবন নির্মাণ কমিটির আহ্বয়ক পুলিশের অতিরিক্ত আইজি মোখলেছুর রহমান ও সহ-সভাপতি আবদুল হান্নান খান বক্তব্য দেন।