প্রকাশ: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭, ৬:৩০ পিএম (ভিজিটর : ৯৩)
প্রকৌ: মো: আনোয়ার হোসেন
রাত গভীর হচ্ছে
কবিতা লেখার চেষ্টা করছি।
সেদিন আমাকে নির্জন বর্ষার রাতে
ব্যালকনিতে বসে ধূমায়িত চায়ের কাপের সাথে
কবিতা আবৃত্তি করে শুনিয়েছিলো আমার তুমি
আমি বিমোহিত হয়েছিলাম,
বেড়ে গিয়েছিলো আমার হৃদয়ে রক্ত প্রবাহ!
তখনও বুঝিনি আমি, কবিতা কি?
কবিতা লেখার চেষ্টা করছি
সুকান্ত যখন বলেছিল,কবিতা,আজ তোমার দিলেম ছুটি
ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানোর রুটি।
তখনও বুঝিনি , কবিতা কি?
কবিতা লেখার চেষ্টা করছি আমি।
রাত আরো গভীর হচ্ছে
আমার প্রিয় বন্ধু বলেছিল
হৃদয় স্পর্শী একটি কবিতা লিখে দাও।
তখনও বুঝিনি, কবিতা কি?
কবিতা লেখার চেষ্টা করছি আমি।
রাত এখন আরো গভীর
নিঃসঙ্গ সময়ে দৃষ্টি আকৃষ্ট হলো টেলিভিশনের খবরে
খোলা আকাশের নিচে বৃষ্টি ভেজা অনিদ্রা অনাহারী বানভাসীদের
সাহায্য করছে কিছু সুহৃদয় মানুষ!
অ™ভুত এক ভাললাগা অনুভব করলাম আমি।
পরম তৃপ্তিতে চোখের পানি মুছতে মুছতে অনুভব করতে থাকলাম
কবিতার খোঁজ পেয়েছি আমি।
আর্তমানবতার সেবাই তো ভালো লাগার কবিতা!
অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে
হাতে হাত ধরাইতো ভালোবাসা
আর মানবতার হৃদয়স্পর্শী ছন্দ!