রায়পুরে ৭৮ বিদ্যালয় পেল ল্যাপটপ
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০১৭, ৬:৩৩ পিএম (ভিজিটর : ৬৯)
লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৭৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরন করা হয় । গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে উপজেলা হল রুমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের হাতে ল্যাপটপ তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় এর সভাপতিত্বে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেবারক হোসেন রোমান ও জহির আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন (লক্ষীপুর-২) রায়পুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ নোমান, বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাষ্টার আলতাফ হোসেন হাওলাদার, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ইসমাইল হোসেন খোকন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু জাহের, মজিবুর রহমান, নুরুন নাহার, জেলা পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন আরিফ, আনোয়ার হোসেন বাহার সহ প্রমূখ।
এমএ করিম সাজু, রায়পুর, লক্ষীপুর।