প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭, ৪:২৩ পিএম (ভিজিটর : ১৭৬)
খেলাধুলা ডেস্ক : ফুরিয়ে যাচ্ছেন কুক! সমালোচকদের এই ভবিষ্যৎ বাণীর যোগ্য জবাব দিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক। মেলবোর্নে শতরানটা এসেছিল দ্বিতীয় দিনে, লাইফ লাইন পেয়েছিল কুকের ক্যারিয়ার। আর তৃতীয় দিনে ডবল সেঞ্চুরি। দিনের শেষে অপরাজিত রয়েছেন ২৪৪ রানে।
চতুর্থ দিনে কোনও ভুল না করলে আড়াইশোর গণ্ডি টপকানো শুধু সময়ের অপেক্ষা। হাতে এক উইকেট নিয়ে উল্টে দিকে লড়ছেন অ্যান্ডারসন। কুকের চওডা ব্যাটে ভর করে অষ্ট্রেলিয়ার ৩২৭ এর জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড ৪৯১/৯। লিড ১৬৪ রানে। নবম উইকেটে ব্রডের সঙ্গে কুকের জুটিতে এসেছে একশো রান।
ব্রড ফিরলেন ৫৬ রানে। অন্যদিকে মেলবোর্নে ২৪৪ এর ইনিংস হাঁকিয়ে অনন্য নজির কুকের। সফরকারী টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে এতদিন সর্বোচ্চ ২০৮ রান ছিল ভিভ রিচার্ডস-এর। সেই রেকর্ড টপকে নতুন কীর্তি কুকের।
টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে পঞ্চম বার দ্বিশতরান হাঁকালেন বাঁ-হাতি ব্যাটসম্যান। জ্যাকসন বার্ডের বলে স্ট্রেট ড্রাইভে বাউন্ডারি মেরে দ্বিশতরান পূর্ণ করেন কুক।
উল্লেখ্য, দ্বিতীয় দিনে স্লিপে কুকের ক্যাচ মিস করেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ। কুক তখন ৬৬ রানে ব্যাট করছিলেন। এরপর তৃতীয় দিনে ১৫৩ রানে আবারও কুকের ক্যাচ ফসকান স্টিভ।