প্রকাশ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭, ৭:২৯ পিএম আপডেট: ২৩.১২.২০১৭ ৭:৩৪ পিএম (ভিজিটর : ২৮২)
ঠাকুরগাঁও সংবাদদাতা : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন দিনে গুম হওয়াদের ফেরত প্রসঙ্গে বলেন, বাংলাদেশে গুম হওয়ার প্রচলন আগে ছিল না।
আওয়ামী লীগ সরকার আসার পর থেকেই সাংবাদিক, রাজনৈতিক নেতা, ব্লগারসহ সরকারের ভিন্ন মত পোষনকারীদের স্তব্দ করতেই গুম করা হচ্ছে। কিন্তু কেন এই গুম, এর কারণ বের হচ্ছে না। দেশসহ বর্হিবিশ্বে গুম নিয়ে প্রতিবাদ হওয়ায় কয়েক জনকে ফেরৎ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে শহরের আশ্রমপাড়া হাওলাদার কমিউনিটি সেন্টারে ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির বর্ধিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিএনপি নেতাদের মধ্যে অন্ত:কন্দোল রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্য নাকোচ করে দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপিতে কোন মতানৈক্য নেই। দল ইউনাইটেড। ঐক্যবদ্ধভাবে কাজ করা হচ্ছে। খালেদা জিয়া আমাদের দলের চেয়ারপার্সন আর তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাদের নেতৃত্বেই দল চলছে।
মির্জা ফখরুল রসিক নির্বাচন প্রসঙ্গে বিএনপির দুর্বলতা প্রকাশ করে বলেন, এ নির্বাচনে আ’লীগের ভারাডুবি হয়েছে, জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর বিএনপির ভোট বেড়েছে।
বর্ধিত সভায় সদর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন লালের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সভাপতি তৈমুর রহমান, ওবায়দুল্লাহ মাসুদ, পয়গাম আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমূখ।
পরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়ন সিংপাড়া এলাকায় গনসংযোগে অংশগ্রহণ করেন।