প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৩:৪১ পিএম (ভিজিটর : ৭৬)
সিলেটের বেশ কয়েকটি সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান আটক করেছে বিজিবি । শনিবার দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৬ কোটি টাকার ভারতীয় পণ্য আটক করা হয়েছে। শনিবার দুপুরে বিজিবি সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার থেকে বিপুল পরিমানে ভারতীয় স্কিন সাইন ক্রিম, স্কিন ব্রাইট ক্রিম, নিভিয়া সফট ক্রিম, ক্লোপ জি ক্রিম, সানগ্লাস, শাড়ী, গরু, আইবল ক্যান্ডি, ফুচকা, জিরা, ক্লোপ জি ক্রিম, সুপারি, চকলেট, সনপাপড়ি এবং চিনিসহ মালামাল পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক ও পিকআপ গাড়ি আটক করা হয়েছে । আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬ কোটি টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি'র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।