ই-পেপার বাংলা কনভার্টার রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫ ১৪ বৈশাখ ১৪৩২
ই-পেপার রবিবার ● ২৭ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




মহস্থান অবৈধ দখলদারদের বিরুদ্ধে সেনাবাহিনীর উচ্ছেদ অভিযান
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৩:৪০ পিএম  (ভিজিটর : ৭৬)
বগুড়ার শিবগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ওপর মহাস্থানে নির্মিত ওভারব্রিজের নিচে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারী জমি দখল করে থাকা মাছ, তরমুজ, কাচা বাজারসহ নানা ধরনের অস্থায়ী দোকান সরিয়ে দেয় সেনাবাহিনীর একটি টহলদল। শুক্রবার রাত  ৯টার দিকে ক্যাপ্টেন সাদিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মহাস্থান ওভারব্রিজের নিচের অবৈধভাবে দখল করে গড়ে তোলা হয়েছিল তরমুজ ও মাছ বাজার। পাশাপাশি সেখানে ছিল একটি অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ডও। এসব কারণে সাধারণ পথচারীদের চলাচলে মারাত্মক দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে পচা তরমুজ ও পচা মাছের পানি ফেলার কারণে সৃষ্ট দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা। বিষয়টি নিয়ে

বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে তা সেনাবাহিনীর নজরে আসলে  শুক্রবার সকালে সেনাবাহিনী অবৈধ দখলদারদের নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। কিন্তু তারা সে নির্দেশ উপেক্ষা করে ব্যবসা চালিয়ে যেতে থাকে। পরে রাত  ৯টার দিকে ক্যাপ্টেন সাদিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহলদল মহাস্থানে অভিযান চালিয়ে আন্ডারপাসের নিচে থাকা সব অবৈধ দোকান উচ্ছেদ করে দেয়। এ সময় বেশ কয়েকজন দোকানদার মৌখিকভাবে অঙ্গীকার করেন, তারা আর কখনো অবৈধভাবে দোকান বসাবেন না।

অভিযান চলাকালীন সেনা কর্মকর্তারা জানান, আন্ডারপাসের পশ্চিম পাশের সওজের পিলার ও কাঁটাতার দিয়ে ঘেরা জায়গা গত বছরের ৫ আগস্টের পর ভেঙে দখল করে যারা দোকানপাট বসিয়েছেন, তাদের শনিবার বেলা ২টার মধ্যে নিজ উদ্যোগে মালামাল সরিয়ে নিতে হবে।

উল্লেখ্য, নির্ধারিত সময়ের মধ্যে দোকান না সরালে সেনাবাহিনী আবারও অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন সেনা কর্মকর্তারা। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল সেনাবাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং স্থায়ীভাবে বাজার স্থানান্তরের দাবি জানিয়েছেন। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]