নেছারাবাদে শিশু বলাৎকারের দায়ে যুবক গ্রেফতার
নেছারাবাদ (পিরোজপুর) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৩:৪০ পিএম (ভিজিটর : ১১৬)
পিরোজপুরের নেছারাবাদে চকলেট ও স্পিড খাওয়ার প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মো. রাশেদ হাওলাদার (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার রাশেদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিনায়েকপুর গ্রামের মো. আবুল বাশার হাওলাদারের ছেলে। শনিবার দুপুরে পুলিশ রাশেদকে পিরোজপুর আদালতে পাঠিয়েছে। এর পূর্বে শুক্রবার দিবাগত রাতে পুলিশ রাশেদকে বিনায়েকপুরে তার বাড়ি থেকে গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন।
মামলাসুত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ৯ নভেম্বর রাতে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের আবাসনে বাস করা ওই সাত বছরের ছেলে শিশুকে রাশেদ চকলেট ও কোমল পানীয় (স্পিড) খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘর থেকে আবাসন সংলগ্ন দোকানে নিয়ে যায়। পরে ওই দোকানের পাশে থাকা পরিত্যক্ত ব্রিজের কাছে শিশুটিকে নিয়ে রাশেদ তাকে বলাৎকার করে সেখানে ফেলে রেখে চলে যায়। শিশুটির মা ছেলেকে দোকানে দেখতে না পেয়ে ছেলেকে খোঁজাখুজির এক পর্যায়ে ব্রিজের উপর কান্নারত অবস্থায় ছেলেকে দেখতে পায়। এসময় শিশু ছেলেটি তার মায়ের কাছে ঘটনাটি জানায়। পরে এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নেছারাবাদ থানায় রাশেদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে রাশেদ পালাতক ছিলো। পুলিশ মামলাটি তদন্ত করে গত ৫ জানুয়ারী ২০২৫ রাশেদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে আদালত রাশেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।