নোয়াখালীর চাটখিল উপজেলার চাটখিল-খিলপাড়া জি এম রুহুল আমিন সড়কের রনখলা ব্রীজটির বেহাল অবস্থা, যে কোন মূহুর্তে ব্রীজটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা ব্রীজটি মেরামতের জন্য স্থানীয় সরকারের সকল দপ্তরে আবেদন নিবেদন করেও কোন লাভ হয়নি বলে জানায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যস্ততম এ সড়কে প্রতিদিন ছোট বড় শত শত যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। স্থানীয়রা জানান, গত দুই বছর আগে এ সড়কটি মেরামতের সময় রনখলা (দশানী টবগা) ব্রীজটির একাংশ ধসে পড়ে। তাৎক্ষণিক কোনোমতে ঠিকাদার ব্রীজটি মেরামত করে দেয়।
মেরামতের অল্প কিছুদিনের পর আবারও ব্রীজটির ঐ অংশ ধসে পড়ে। এরপর স্থানীয় লোকজন ব্রীজটি মেরামতের জন্য স্থানীয় সরকার এলজিডির বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করেও লাভ হয়নি বলে জানায়।
এই বিষয়ে উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ শাহিনুর আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঈদের পরে তিনি এখানে যোগদান করেছেন। এ বিষয়ে তিনি অবগত নহে। তবে খোঁজ নিয়ে দ্রুত মেরামতের ব্যবস্থা গ্রহণ করবেন তিনি জানান।