প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৩:৩৬ পিএম (ভিজিটর : ৫০)
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সাংবাদিক কায়সার হামিদ (৫১) ও তার স্ত্রী মোছাঃ রোকেয়া আক্তার রিনা (৪৮) দম্পতি এবার শেষ বয়সে এসে একসাথে মাদ্রাসা বোর্ডের অধিনে এসএসসি পরিক্ষা ২০২৫ দিচ্ছেন।
জানা যায়, কায়সার হামিদ ও তার স্ত্রী মোছাঃ রোকেয়া আক্তার রিনা নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসা থেকে কুলিয়ারচর উপজেলার লক্ষিপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজ কেন্দ্রের ৩ নং কক্ষে পরিক্ষা দিচ্ছেন।
এ ব্যাপারে বিন্নাবাইদ দারুল উলুম দাখিল মাদ্রাসার কম্পিউটার ল্যাব এসিস্টেন্ড আলতাফ হোসেন মানিক বলেন, আমাদের প্রতিষ্ঠান থেকে এ সাংবাদিক দম্পতি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। আমি তাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করছি।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও লক্ষীপুর টেকনিক্যাল বিএম কলেজের অধ্যক্ষ সেলিম হায়দার বলেন, কায়সার হামিদ ও তার স্ত্রী এক সাথে এসএসসি পরিক্ষা দিচ্ছেন। এ বয়সে এসে এসএসসি পরীক্ষা দেওয়াটা অনান্যদের জন্য একটা অনুপ্রেরণার ব্যাপার। তাদের দেখে অনেকেই উৎসাহ পাবে।
এ বিষয়ে কায়সার হামিদ কথা বলতে রাজি হননি।
স্থানীয় বাসিন্দাসহ কয়েকজন পরীক্ষার্থী বলেন, পড়াশুনার মাঝে বয়স কোন বিষয় নয়। নিজের উৎসাহ উদ্দিপনা আর মনোবল থাকলে যে কেও, যে কোন সময় পড়াশুনা নতুন করে শুরু করতে পারে। এটা লজ্জার কোন বিষয় নয়, বরং গৌরবের বিষয়।