ই-পেপার বাংলা কনভার্টার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫ ১৩ বৈশাখ ১৪৩২
ই-পেপার শনিবার ● ২৬ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




প্রশাসনের তৎপরতায় রাণীনগরে ৩১টন সরকারি চাল জব্দ
নওগাঁ জেলা সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ১১:৪৭ এএম  (ভিজিটর : ৯৮)

প্রশাসনের অভিযানে নওগাঁর রাণীনগরের দুটি পৃথক স্থান থেকে সরকারি বিভিন্ন কর্মসূচির ৩১মেট্টিক টন চাল জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান অভিযান পরিচালনা করে এই চালগুলো জব্দ করেন।

দুইটি ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য খাদ্য বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

উপজেলা সহকারি কমিশনার (ভ’মি) শেখ নওশাদ হাসান জানান গোপন সংবাদ পাওয়ার পর জেলা প্রশাসক ও ইউএনও স্যারের সার্বিক নির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। সংবাদের ভিত্তিতে গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের আশরাফ আলীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই বাড়ি থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৫০কেজি ওজনের ৩৪বস্তা ও ১৯কেজি চালের একটি বস্তা চাল জব্দ করা হয়। চালের বস্তার পাশে খাদ্যবান্ধব কর্মসূচির চালের সরকারি খালি বস্তা পড়ে ছিল। আর চালগুলো অন্য প্লাষ্টিকের বস্তায় প্যাকেট করা ছিল। এসব চাল খাদ্যবান্ধব কর্মসূচির বিলকৃষ্ণপুর বাজার পয়েন্ট এলাকার হতে পারে। তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

অপরদিকে সরকারি বিভিন্ন কর্মসূচির চাল কয়েকজন ব্যবসায়ী কিনে উপজেলার আবাদপুকুর বাজারের কুতকুতিতলা এলাকায় দুইটি গোডাউনে মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আমজাদ মন্ডলের মার্কেটের ওই দুই গোডাউন থেকে ৫০কেজির ৪৫৩বস্তা ও ৩০কেজির ২২২বস্তাসহ মোট ২৯টন ৩১০কেজি সরকারি চাল পাওয়া যায়। এ সময় গোডাউন থেকে খাদ্যবান্ধব কর্মসূচির বেশকিছু সরকারি বস্তাও পাওয়া যায়। অভিযানের সময় চাল ব্যবসায়ী ও গোডাউন মালিকরা পলাতক ছিলো। অভিযান শেষে শুক্রবার রাতে চালগুলো জব্দ করে উপজেলা খাদ্যগুদামে মজুদ করা হয়েছে। এসময় ওই এলাকার কার্ডধারী সুবিধাভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে যে, তারা সরকারি কর্মসূচির চাল উত্তোলন করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করেন।

তিনি আরো জানান যে, আবাদপুকুর এলাকাটি জেলার আত্রাই উপজেলা, পাশের বগুড়া জেলার আদমদীঘি ও নন্দীগ্রাম উপজেলা এবং নাটোর জেলার সিংড়া উপজেলার নিকটবর্তি হওয়ায় একটি অসাধু ব্যবসায়ী চক্র বিভিন্ন সময় সরকারি বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগীদের কাছ থেকে এই চালগুলো কিনে আবাদপুকুর এলাকায় অবৈধ ভাবে গোডাউন ভাড়া নিয়ে মজুদ করে রেখেছে। পরে এই চালগুলো বেশি দামে খোলা বাজারসহ বিভিন্ন স্থানে বিক্রি করতো ওই চক্রটি। অভিযানের সময় উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান, উপজেলার একডালা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই হামিদুল ইসলাম সঙ্গে ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান, আবাদপুকুর এলাকার কুতকুতিতলায় সরকারি বিতরণকৃত চাল মজুদ করা হয়েছে মর্মে জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। দিনব্যাপী পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় উদ্ধারকৃত চাল জব্দ করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য খাদ্য বিভাগকে বলা হয়েছে। প্রশাসন যেকোন ধরণের অবৈধ কার্যক্রম প্রতিরোধে সদাতৎপর রয়েছে। আগামীতেও অবৈধ মজুদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]