প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৪:৫৩ পিএম (ভিজিটর : ১২৬)
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবদহ জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে সরকার কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা হাতে নিয়েছে। গত বছরের মতো আর যাতে পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি না হয় তার জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে অচীরেই ভবদহ এলাকার নদী খনন কাজ শুরু হবে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় ভবদহের ২১ ভেন্ট স্লুইসগেট পরিদর্শন শেষে ভবদহ কলেজ মাঠে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ ) এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীরপ্রতীক উপস্থিত ছিলেন।
পানিসম্পদ উপদেষ্টা আরও বলেন, কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় ভবদহ জলাবদ্ধ এলাকায় এবার ১৭ হাজার হেক্টর জমিতে ধান চাষ সম্ভব হয়েছে। জলাবদ্ধতার কারণে চার হাজার হেক্টর জমি এবার অনাবাদি রয়ে গেছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভবদহ এলাকার জলাবদ্ধতার স্থায়ী সমাধানের লক্ষ্যে আমডাঙ্গা খাল খনন করে ভৈরব নদীর সাথে সংযোগ স্থাপন কাজ ও ভবদহ এলাকার নদী খনন কাজ শুরু হবে। জলাবদ্ধতা নিরসনে যেসব সেচপাম্প কাজ করছে, সেগুলোর বিদ্যুৎ বিল ইতিমধ্যে ৪৬ শতাংশ কম করা হয়েছে। এ এলাকার জন্য কৃষি ব্যাংকের ঋনের সুদ মওকুফেরও ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব উদ্যোগের পাশাপাশি ভবদহ জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধান যাতে হয়, সেজন্য ইতিমধ্যেই ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে। এ ব্যাপারে এলাকার ভুক্তভোগী জনগণ ও অভিজ্ঞজনের মতামত নিয়ে এবং বিশেষজ্ঞদের সাথে কথা বলে চুড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি বলেন, আজ আমরা তিনজন উপদেষ্টা একসঙ্গে ভবদহ এলাকা পরিদর্শনে এসেছি, যাতে ভবদহ জলাবদ্ধতা সমস্যার চিরস্থায়ী সমাধানে জাতীয় নীতি নির্ধারণী মহলে ঐক্যমত্যে পৌঁছানো সহজ হয়। অন্তত চিরস্থায়ী সমাধানের কাজ আমরা যাতে শুরু করে যেতে পারি, সেই চেষ্টা আমাদের থাকবে।