ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫ ১০ বৈশাখ ১৪৩২
ই-পেপার বুধবার ● ২৩ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




দিনাজপুরে ১২শ বস্তা পচা গম জব্দ, নদীতে ফেলে ধ্বংস
দিনাজপুর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৪:৪৮ পিএম  (ভিজিটর : ৫৯)

দিনাজপুর শহরের পুলহাট রুকন মোড় এলাকার হাজী অটো রাইস মিলের চাতালে অভিযান চালিয়ে ১২শ বস্তা পচা গম জব্দ করেছে জেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে ২১ এপ্রিল ২০২৫ সোমবার এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। অভিযানে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন এবং দিনাজপুর জেলা খাদ্য অফিসের কর্মকর্তাবৃন্দ।

অভিযানকালে দেখা যায়, চাতালে স্তূপ করে রাখা ১২শ বস্তা গম শুকানো হচ্ছে। তবে গমের বস্তাগুলোর মুখ খুলতেই বেরিয়ে আসে পচা ও দুর্গন্ধযুক্ত গম, যা কোনোভাবেই খাওয়ার উপযোগী নয়। স্থানীয়দের অভিযোগ, এই পচা গমগুলো ভালো গমের আটার সাথে মিশিয়ে বাজারে বিক্রির উদ্দেশ্যে শুকানো হচ্ছিল।

জব্দকৃত পচা গমের বিষয়ে জানতে চাইলে দিনাজপুরের স্বনামধন্য ব্যবসায়ী পাটোয়ারী বিজনেস হাউজের মালিক শহীদুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, নওগাঁর নোয়াপাড়া থেকে ট্রাকে করে গম আনার সময় বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল। ট্রাকের উপর ত্রিপল না থাকায় বৃষ্টিতে ভিজে গমগুলো পচে যায়।
অভিযানে তাৎক্ষণিকভাবে কোনো জরিমানা করা না হলেও জব্দকৃত ১২শ বস্তা পচা গম পরবর্তীতে পূর্নভবা নদীতে ফেলে দিয়ে ধ্বংস করা হয়।

এদিকে, একটি মহল এই ঘটনার সংবাদ যাতে টিভি ও প্রিন্ট মিডিয়ায় প্রচারিত না হয়, সেজন্য সাংবাদিকদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছে বলে জানা গেছে। সচেতন মহল মনে করছেন, খাদ্য ব্যবসায়ীদের এই ধরনের অসাধু কার্যকলাপ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]