দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৫জন দরিদ্র ও নিবন্ধিত মৎস্যজীবির মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) উপজেলা পরিষদ চত্ত্বরে এ বকনা বাছুর বিতরণ করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা মো. এজাজুল করিম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শুভংকর দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইমদাদুল হক, ওসি খন্দকার হাফিজুর রহমান, চাষী সমিতির প্রতিনিধিসহ স্থানীয় সংবাদকর্মীরা।
বিতরণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান প্রধান।
জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, ‘দেশীয় প্রজাতির মৎস্য পোনা নিধন ও কারেন্ট জাল থেকে বিরত রাখার উদ্দেশ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। যারা নিবন্ধিত মৎস্যজীবী রয়েছে এ কার্যক্রমের মাধ্যমে তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হবে।’