হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার জিরুন্ডা গ্রামে মঙ্গলবার সকালে খুনের মামলার ঘটনা কে কেন্দ্র করে গোলাম গোষ্ঠীর মুস্তাক মিয়া সহ শতাধিক পাকা ঘর সহ প্রায় অর্ধশত বাড়ী ঘর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে প্রতিপক্ষ কাতলা বাড়ী গোষ্ঠীর লোকজনের বাড়ীতে লুটপাট ও ভাঙচুরের ঘটনার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে মুস্তাক মিয়া তার দলবল নিয়ে প্রতিপক্ষ কাতলা বাড়ী গোষ্ঠীর মাহফুজ মিয়ার দলের লোকজনের বাড়ী ঘরে লুটপাট ও সন্ত্রাসী কায়দায় হামলা চালায় এতে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা।
পাকা ঘর ও টিনসেট ঘরের বিভিন্ন আসবাবপত্র, ডেক ডেকচি, চাল , ডাল ধান, নগদ টাকা এবং একটি বিকাশের দোকানে লুটপাট ও ভাঙচুর করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় কাতলা বাড়ী গোষ্ঠীর মহিলাদের সাথে আলাপ কালে তারা কান্নায় ভেঙে পড়ে এবং কান্না জড়িত কন্ঠে এ প্রতিনিধি কে তারা জানান , মঙ্গলবার সকালে গোলাম গোষ্ঠীর মুস্তাক মিয়া তার দলবল নিয়ে সকালে আমাদের প্রায় অর্ধশত বাড়ী ঘরে লুটপাট ও সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে ভাঙচুর চালালে এতে আমাদের প্রায় কোটি টাকার উপরে ক্ষতি সাধিত হয়েছে।
এ ঘটনার সাথে পুলিশ কে খবর দিলে লাখাই থানার ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম সহ একদল পুলিশ ঘটনাস্থলে আসার আগেই মুস্তাক মিয়া তার দলবল নিয়ে চলে যায়। এবং এ ঘটনায় প্রায় কোটি টাকার উপরে লুটপাট ও ভাঙচুর করে।
তারা আরও বলেন খুনের ঘটনার পর থেকে আমাদের বাড়ীতে পুরুষ শূন্যের সুযোগ কে কাজে লাগিয়ে মুস্তাক বাহিনী এ তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এ বিষয়ে ওসি তদন্ত মোঃ শফিকুল ইসলাম জানান এ ঘটনার সংবাদ পেয়ে ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।