দিনাজপুরের ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৩জন কে মাদক সহ আটক করেন। ২২ এপ্রিল আনুমানিক ভোর ৫টায় ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল এ.এম জাবের বিন জব্বার (পিএসসি) গোপন সূত্রে সংবাদ পেয়ে বিরামপুর উপজেলার কাটলা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার মোঃ হোসেন আলীকে দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে ভেলারপাড়া পাঁকা রাস্তার ধারে যাওয়ার নির্দেশ দেন।
নির্দেশ মোতাবেক হাবিলদার মোঃ হোসেন আলী টহল দল নিয়ে রাস্ত উৎপেতে থেকে কার চালককে গাড়ি থামানোর নির্দেশ দেন। এ সময় টহল দলের সৈনিকগণ তাদেরকে ঘেরাও করে ফেলেন। আটককৃত তিন ব্যক্তিকে গাড়ি সহ বিশেষ ক্যাম্পে এনে তল্লাশি চালিয়ে ২৫ বোতল ফেন্সিডিল সহ একটি প্রাইভেট কার (টয়োটা) একটি মটরসাইকেল (টিভিএস এ্যাপাসি) এবং ৫টি মোবাইল।
আটককৃত ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার পালাশবাড়ি ভগবানপুর গ্রামের মৃত্যু আব্দুর রাজ্জাক সরকারের পুত্র মোঃ সারোয়ার কবির রাফি (২৮), মোঃ সাইফুল ইসলাম এর পুত্র মোঃ মুন্না মিয়া (২২), বিরামপুর উপজেলার উত্তর কাটলা গ্রামের মোঃ বদিউজ্জামন এর পুত্র মোঃ বুলবুল হাসান (৩৮)।
জবদকৃত মাদক ও যানবাহন সহ আটকৃত মালামালের মূল্য ২৩,৪৩,০০০/- টাকা। এ ব্যাপারে বিরামপুর থানায় আটককৃত ০৩ জনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনের একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এ.এম জাবের বিন জব্বার (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে। সীমান্তে মাদক চোরাচালানীদের সাথে কোন আপোষ নেই সে যেই হোক না কেন।