প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:১৭ পিএম (ভিজিটর : ৫১)
কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ৬ আইনজীবির জামিন না মঞ্জুর করেছে আদালত। এর মধ্যে আদালতে উপস্থিত চারজনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়া হয়। সোমবার বিকালে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান এনির্দেশ দেন। এর আগে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী ২৪ জন আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন।
জানা যায়, গত বছরের ৩ আগস্ট কুমিল্লা নগরীর পুলিশ লাইন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের উপর হামলা চালায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এঘটনায় ওই আন্দোলনে অংশ নেয়া ইনজামুল হক রানা বাদী হয়ে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি কুমিল্লার কোতয়ালী মডেল থানায় ২৬১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০০ থেকে ১৫০ জনকে আসামী করে মামলা দায়ের করেন। এতে ২৮ জন আইনজীবির নাম উল্লেখ করা হয়। এর মধ্যে ২৬ জন আইনজীবি উচ্চ আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে নিম্ন আদালতে ২১ এপ্রিল হাজিরের নির্দেশ দেয়া হয়।
রাস্ট্রপক্ষের আইনজীবি ও আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু জানান, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সোমবার ২৪ জন আইনজীবি জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। আদালত শুনানী শেষে উপস্থিত ৪ জন এবং পলাতক দুইজনের জামিন না মঞ্জুর করেন। অপর ২০ জনকে চার্জশীট দাখিল হওয়া পর্যন্ত অস্থায়ী জামিন প্রদান করেন আদালতের বিচারক।
এদিকে শুনানীর পর সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে ৪ জন আইনজীবিকে প্রিজনভ্যানে করে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। এসময় আইনজীবিদের লক্ষ্য করে ডিম ছুড়ে মারা হয়। কারাগারে প্রেরণ করা আসামীরা হচ্ছেন-কুমিল্লা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাইফুল ইসলাম ভূঁইয়া ও জাকির হোসেন। পলাতক দুই আসামী হচ্ছেন-জিয়াউল হাসান চৌধুরী সোহাগ ও এস এম মঈন।