ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




ফরিদগঞ্জে রেস্টুরেন্ট আড়ালে চলছে অশ্লীল কার্যকলাপ
চাঁদপুর সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:১৩ পিএম  (ভিজিটর : ৫৬)
চাঁদপুরে ফরিদগঞ্জে রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে চলছে অশ্লীলতা । স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের একান্তে সময় কাটানোর জন্য এই রেস্টুরেন্টে প্রবেশ করেন। তার আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ। আলো-আঁধারির মাঝে ছোট ছোট কেবিন তৈরি করে গড়ে উঠেছে রেস্টুরেন্টেটি। স্কুল-কলেজ-ভার্সিটি পড়ুয়া ছাত্র-ছাত্রীদের ক্লাস চলাকালীন ‘ওয়েটিংয়ের’ নামে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে এই স্থানে। 

ঘটনা সূত্রে জানাযায়, উপজেলার গৃদকালিন্দিয়া বাজারে রেস্টুরেন্ট ৯৯+ নামে এই রেস্টুরেন্টি বাহ্যিক দৃষ্টিতে অত্যন্ত দৃষ্টিনন্দন এসব রেস্টুরেন্টের ভিতরে কী আছে তার খবর কেউ রাখে না। রেস্টুরেন্টর ভিতরে ছোট ছোট কেবিন তৈরি করা। সেগুলোতে আবার পৃথক কাপড় আছে। ভিতর থেকে সে কাপড় আটকানো যায়। বাহির থেকে দেখলে বোঝার উপায় নেই যে, এসবের ভিতরে কি আছে। প্রবেশদ্বারের মুখেই বড় ডেস্ক বা কাউন্টার যার পাশ দিয়ে ভিতরে প্রবেশ করলে ছোট ছোট কেবিন।

ভিতরে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত ম্যানেজার জানতে চান, ‘স্যার কী কিছু খাবেন’? ‘কী আছে’ জানতে চাইলে তিনি বলেন, ‘স্যার আপাতত নুডুলস আর কোল্ডড্রিংস ছাড়া কিছু নেই’। 

ওই সব কেবিনে কারা বসে জানতে চাইলে তিনি জানায়, সাধারণত স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা কেবিনগুলোতে বসে গল্প করে। ‘ঘন্টার পর ঘন্টা কী কথা বলে তারা’- জানতে চাইলে ১৫/১৬ বছর বয়সী বুজেনতো। এখনকার জামানার কথা জানেন না। এগুলোকি ঠিক এমন প্রশ্নে বলেন না স্যার, সাথে কথা বলার শব্দ শুনে কয়েক জোড়া তরুণ-তরুণীকে দ্রুত বেরিয়ে যেতে দেখা গেছে।

রেস্টুরেন্ট মালিক মহিন পাটওয়ারী মুঠোফোন বলেন, আমার রেস্টুরেন্ট এই ধরনে কোন কাজ হয়না। ছেলে মেয়েরা আসে কিছু সময় থেকে কিছু খেয়ে চলে যায়।

এই বিষয়ে বাড়ির মালিক আবুল বাসার বলেন, রেস্টুরেন্ট আড়ালে এই ধরনের কাজ চলে সেটা আমি জানতাম না। আমি এখন তালা মেরে দিচ্ছে।

গৃদকালিন্দিয়া বাজার ব্যবসায়ী কমিটির সাধারন সম্পাদক  হারুন অর রশিদ জামাল বলেন, আমার বাজার টিকে আছে এই স্কুল কলেজের জন্য। তার সামনে এই ধরনের এক রেস্টুরেন্ট করেছে যা আমাদের জানা ছিল না। তারা যদি এই ধরনের কর্মকাণ্ড করে তাহলে তাদের রেস্টুরেন্ট  বন্ধ করে দেব।

ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, এই ধরনের কর্মকান্ড যদি চলে থাকে তাহলে আমরা অভিযান করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, স্কুল-কলেজের সামনে এই ধরনের নোংরা কাজ কোনভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এসব বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করি। 







সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]