প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:০৪ পিএম (ভিজিটর : ৭১)
ডিপ্লোমা নাসিংকে ডিগ্রি সমমর্যাদার দাবিতে রাজশাহী মহানগরীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। গতকাল সোমবার (২১ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভ সমাবেশ থেকে জানানো হয়, ডিপ্লোমা ইন নাসিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করতে হবে। এই একটি দাবিতে রাজশাহী মহানগরীর সকল নার্সিং কলেজের শিক্ষার্থীরা মিলে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করেছে। এই মানববন্ধনে নার্সিং ও মিডওয়াইফারির সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এক শিক্ষার্থী বলেন, আমাদের দাবি মানতে হবে। আমাদের এই একটি হচ্ছে প্রাণের দাবি। এর আগে তারা হাসপাতালের গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি ঘোষপাড়া মোড় প্রদক্ষিণ করে আবার হাসপাতালের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।