ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ
সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৬:০১ পিএম  (ভিজিটর : ৯৭)
রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার  বিচার চেয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল।

সোমবার (২১ এপ্রিল) রাজধানী পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে সকাল সাড়ে ১১ টার দিকে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশের নেতৃত্ব দেয় অত্র কলেজ ছাত্রদলের সভাপতি জসীম উদ্দিন ও সাধারণ  সম্পাদক রবিউল ইসলাম রুবেল। এ সময় ছাত্রদলের অন্যান্য নেতা কর্মীরাও উপস্থিত ছিলেন। এদিকে গতকাল (২০ এপ্রিল) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার বিচারে সারাদেশের সকল শিক্ষা-প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের নির্দেশনা প্রদান করা হয়। মূলত এরই ধারাবাহিকতায় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

এসময় কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিন বলেন, বিগত ২ দিন আগে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জুলাই আন্দোলনের অন্যতম যোদ্ধা জাতীয়তাবাদী ছাত্রদলের একনিষ্ঠ কর্মী, আমাদের সহযোদ্ধা ভাই পারভেজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হত্যা করেছে যা আপনারা ইতিমধ্যে বিভিন্ন মিডিয়াতে দেখেছেন। আপনারা যারা সাংবাদিক নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ দেখেছে একজন মেধাবী শিক্ষার্থীকে কিভাবে হত্যা করা হয়।

সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল বলেন, আপনারা জানেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারবেজ ভাইকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু বখাটে সন্তাসীরা তুসার হৃদয় সহ আমাদের সেই শিক্ষার্থী ভাইকে খুন করেছে তার প্রতিবাদে আমরা আজকে দাঁড়িয়েছি। আমরা বলতে চাই, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, এই ঘটনায় যারা প্রকৃত ভাবে দোষী তাদের আমরা শাস্তি কামনা করছি।

তিনি আরও বলেন, আমরা চাচ্ছি এই ঘটনা যাতে দ্বিতীয়বার বাংলাদেশের কোনো ক্যাম্পাসে না ঘটে। আমরা চাই প্রতিটা ক্যাম্পাসে সুশৃঙ্খলভাবে সবাই রাজনীতি করবে যার যার মত আছে সে প্রকাশ করবে, কিন্তু এখানে যদি কেউ বিশৃঙ্খলা তৈরি করে তার জবাব আমরা শক্তভাবে দিব।

এর আগে গত ১৯ এপ্রিল শনিবার বিকেল চারটার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে ‘ইঙ্গিতপূর্ণ’ হাসাহাসিকে কেন্দ্র করে জাহিদুল ইসলামকে হত্যা করা হয়েছে।

উল্লেখ্য, জাহিদুল ইসলাম পারভেজ প্রাইম এশিয়া  বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র ছিলেন। এছাড়াও তিনি ছিলেন ছাত্রদলের একজন একনিষ্ঠ কর্মী। ২২ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহের বিরুনিয়া ইউনিয়নে। এ হত্যার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে বনানী থানায় মামলা হয়েছে। 





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]