২১ এপ্রিল ২০২৫ তারিখ সোমবার সকাল ১১.০০ টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা নূরজাহান বেগমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে জনস্বাস্থ্য অনুবিভাগ কর্তৃক ডেঙ্গু রোগ প্রতিরোধে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ সম্পর্কিত ০২টি প্রস্তাবের বিষয় করণীয় নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় কানাডাভিত্তিক প্রতিষ্ঠান মেরিট ইনকরপোরেশনের দুইটি প্রস্তাব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। মেরিট ইনকরপোরেশনের পক্ষ থেকে ডাঃ কাজী জামিল প্রস্তাবগুলো উপস্থাপন করেন। ডেঙ্গু প্রতিরোধে বিশ্বব্যাপী wolbachia পদ্ধতির সফল প্রয়োগ সম্পর্কে তথ্য উপস্থাপনের পর বাংলাদেশে এর কার্যকারিতা পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া দেশে ডেঙ্গু প্রতিরোধের জন্য সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ও আন্তর্জাতিক সংস্থার সাথে যৌথভাবে কাজ করার জন্য পরামর্শ দেয়া হয়।
আলোচনায় উত্থাপিত দুটি প্রস্তাব হচ্ছে ডেঙ্গু সম্পর্কিত একটি সেরোলজিক্যাল জরিপের পাশাপাশি ডেঙ্গুতে মৃত্যুর ঝুঁকির কারণ চিহ্নিত করার জন্য এপিডেমিওলজিক্যাল গবেষণা পরিচালনা করা হবে (যুক্তরাষ্ট্রের আপস্টেট মেডিকেল ইউনিভার্সিটির প্রযুক্তিগত সহায়তায়)।
এডিস মশা নিয়ন্ত্রণের জন্য ওলবাচিয়া পদ্ধতিসহ নতুন প্রযুক্তির মূল্যায়ন করা হবে (অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড মস্কুইটো প্রোগ্রামের সাথে সহযোগিতায়)।
প্রসঙ্গত সেরোলজিক্যাল জরিপ হচ্ছে রক্তের সিরাম বিশ্লেষণের মাধ্যমে ডেঙ্গু অ্যান্টিবডি শনাক্তকরণ।ওলবাচিয়া পদ্ধতি মানে ব্যাকটেরিয়া ব্যবহার করে মশার ডেঙ্গু বিস্তার ক্ষমতা কমানোর প্রযুক্তি।
আলোচনায় সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান, মাননীয় বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা), স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান প্রমুখ।