ই-পেপার বাংলা কনভার্টার মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫ ৯ বৈশাখ ১৪৩২
ই-পেপার মঙ্গলবার ● ২২ এপ্রিল ২০২৫
Select Year: 
ব্রেকিং নিউজ:




৫ রাজ্য সরকারের গঠনের দাবি বিএমজেপির
পৃথিবীর কোনো পরাশক্তি বাংলাদেশকে ছোট করে দেখতে পারবে না: বিএমজেপি
ভোরের ডাক রিপোর্ট :
প্রকাশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ২:৫৫ পিএম  (ভিজিটর : ১১২)

নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ মাইনরিটি পার্টি-  বিএমজেপি সভাপতি সুকৃতি কুমার মন্ডল বলেছেন, বাংলাদেশ আয়তনে ছোট হলেও  ভু-রাজনীতির কারনে অত্যান্ত  গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। পৃথিবীর কোনো পরাশক্তি বাংলাদেশকে ছোট করে দেখতে পারবে না। একটি মর্যাদাশীল জাাতি হিসেবে আমরা বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে চায়। সেই জন্য প্রতিবেশী দেশসহ পুথিবীর সকল দেশের সঙ্গে আমাদের সুস্পর্কের বিকল্প নেই। অবশ্যই সেই সর্ম্পক হবে সমমযার্দা ও ন্যাযতার ভিত্তিতে। 

সোমবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত দলটির প্রথম সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  সংবাদ সম্মেলনে আরো  উপস্থিত ছিলেন, পার্টির মহাসচিব দিলীপ রায়, যুগ্ন মহাসচিব ডা: ফাইজুর রহমান, এডভোকেট তারক চন্দ্র রায় ও এডভোকেট সুধীর কুমার সূত্রধর। 

সংবাদ সম্মেলনে বিএমজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বাংলাদেশকে ৫টি রাজ্যে বিভক্ত করে  রাজ্য সরকার ব্যাবস্থা প্রচলনের দাবি জানানো হয়।  এছাড়া  ধর্ম যার যার , রাষ্ট্র সবার  আর্দশ প্রতিষ্ঠা করা, সর্বস্থরে দূর্নীতি প্রতিরোধ ও নিয়স্ত্রণ করে রাষ্ট্রের মৌলিক ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা, জাতীয় শিক্ষাক্রমের সকল পর্য়ায়ে আধুনিক, ও প্রযুক্তিনির্ভর সহ অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলনশীল পাঠ্যপুস্তক প্রনয়ন ও পাঠদানের  কার্যকর ব্যাবস্থা গ্রহণ করা সহ পাঁচ দফা বাস্তবায়নের দাবি জানায় বিএমজেপি।  

সংবাদ সম্মেলনে বিএমজেপির সভাপতি সুকৃতি কুমার মন্ডল  আরো বলেন,  ছাত্র গণআন্দালনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিলো। কিন্তু ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার  দায়িত্ব নিয়ে যে অস্থিতিশীল পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে বর্তমানে দেশের সামগ্রিক পরিস্থিতিতে স্থিতিশীলতা নিয়ে এসেছে। আর এ কাজে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে সেনাবাহিনী মানুষের সাথে মিশে যে ভাবে কাজ করছে তা অভুতপূর্ব। 

৫ আগষ্ট পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি উত্তরনে দেশের বড় বড় রাজনৈতিক দল ও গণমাধ্যমের দায়িত্বশীল ভুমিকা প্রশংসনীয়।  বিএমজেপিকে নিবন্ধন দেওয়ার  জন্য অর্ন্তবর্তী কালীন সরকার, নির্বাচন কমিশন ও উচ্চ আদালতে ধন্যবাদ দিয়ে সুকৃতি কুমার মন্ডল বলেন,  ভয়কে জয় করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে বিএমজেপি





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বার্তা বিভাগ : ৯৫৬৩৭৮৮, পিএবিএক্স-৯৫৫৩৬৮০, ৭১১৫৬৫৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন ঃ ৯৫৬৩১৫৭, ০১৭১২-৮৮৪৭৬৫
ই-মেইল : [email protected], [email protected]