খাগড়াছড়ির পানছড়ি সড়ক থেকে গেল বুধবার অপহৃত চবির ৫ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। দুপুরে খাগড়াছড়ি সদরের মহাজন পাড়া এলাকা থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। শাপলা চত্বর প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল আদালত এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে অবিলম্বে অপহৃত ৫ শিক্ষার্থীর মুক্তি ও রাঙামাটির কাউখালীতে ধর্ষণের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানায়। এ ছাড়া গতকাল খাগড়াছড়ি ও রাঙামাটি ধর্ষণ বিরোধী প্রতিবাদ সমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার নিন্দা জানান।
সমাবেশে খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী তুষন চাকমা, সুমতি চাকমা সহ সংহতি প্রকাশ করে টিএসএফ, বিএমএসসি ও পিসিপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।